শেষ দিনেই রান পেলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। শনিবার তৃতীয় ও শেষ দিনে হাফসেঞ্চুরি পেলেন মুশফিকুর রহিম, নাসির হোসেন, শামসুর রহমান এবং শুভাগত হোম চৌধুরী। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে আত্মবিশ্বাসটা বাড়িয়ে নিলেন তারা।
শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১ উইকেটে ৭৯ নিয়ে খেলা শুরু করে বিসিবি লাল দল। এরপর ৫ উইকেটে ২৭১ রানে ইনিংস ঘোষণা করে তারা। ৫৯ রানে অপরাজিত ছিলেন লাল দলের অধিনায়ক মুশফিক। নাসির করেন ৬৫ রান।
দ্বিতীয় ইনিংসে বিসিবি সবুজ দলের শামসুর রহমান ৭৭ রান করে স্বেচ্ছায় অবসর নেন। শুভাগত করেন ৬১ রান। এনামুল ৪১। ২ উইকেটে ২৩৬ রান করে তারা। তাতেই তারা জিতে ৮ উইকেটে।
এর আগে ৭ উইকেটে ২২০ রানে প্রথম ইনিংস ঘোষণা করে লাল দল। জবাবে ৪ উইকেটে ২৮৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করে সবুজ দল।
############################
এবার হাফসেঞ্চুরি তামিম-মমিনুলের
তিনদিনের প্রস্তুতি ম্যাচে ভালই অনুশীলন হচ্ছে ব্যাটসম্যানদের। এইতো শুক্রবার দ্বিতীয় দিনে হাফসেঞ্চুরি তুলে নিলেন তামিম ইকবাল এবং মমিনুল হক। ১ উইকেটে ৪৫ নিয়ে দিনের খেলা শুরু করে বিসিবি সবুজ দল। শেষপর্যন্ত তারা ৪ উইকেট হারিয়ে ২৮৪ রান তুলে ইনিংস ঘোষণা করে।
৮৪ রান করতে মমিনুল খেলেন ১৫২ বল। ৯২ রান করেন তামিম। শুভাগত ৩৪ ও সৌম্য ৩৩ রান করেন।
৬৪ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে বিসিবি লাল দল দ্বিতীয় দিন শেষে তুলেছে ১ উইকেটে ৭৯ রান। ড্রয়ের পথেই তিনদিনের এই ম্যাচ।
এর আগে প্রথম দিন ৭ উইকেটে ২২০ রানে প্রথম ইনিংস ঘোষণা করে লাল দল।
সফরে বাংলাদেশে তিনটি টেস্ট খেলবে জিম্বাবুয়ে। প্রথমটি শুরু ২৫ অক্টোবর মিরপুরে। এরপর ৩ নভেম্বর শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট। তৃতীয় টেস্ট ১২ নভেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর হবে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ।
সংক্ষিপ্ত স্কোর
বিসিবি লাল ১ম ইনিংস : ২২০/৭ ও ২য় ইনিংস : ৭৯/১ ২১ ওভার (মিঠুন ব্যাটিং ৫৩, সাব্বির ব্যাটিং ১৭; আল আমিন ২৫/১)।
বিসিবি সবুজ ১ম ইনিংস : ২৮৪/৪ ৭৫ ওভার (তামিম ৯২, শামসুর ২৫, মমিনুল ৮৪, শুভগত ৩৪*, সৌম্য সরকার ৩৩*; আবুল হাসান ৩৭/২)।
##################################
রান পেলেন নাসির মাহমুদুল্লাহ মুশফিক
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটাতে সাফল্যের ধারায় ফিরতেই হবে। এমনিতে সময়টা কিছুতেই ভাল যাচ্ছে না ক্রিকেট দলের। ব্যর্থতার বৃত্তে বন্ধী। এ অবস্থায় জিম্বাবুয়ে শুক্রবার আসছে বাংলাদেশে। তাদের সঙ্গে পুর্নাঙ্গ এক সিরিজ। তার আগে এখন প্রস্তুতিতে ব্যস্ত জাতীয় দল। বৃহস্পতিবার থেকে শুরু করেছে প্রস্তুতি ম্যাচ। আর সেখানে বিসিবি লাল দল ৭ উইকেটে ২২০ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করেছে। রান পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও নাসির হোসেন। মাহমুদউল্লাহ করলেন ৫৮ রান। নাসিরের ব্যাটে ৬৯ বলে ৪৯ রান। অধিনায়ক মুশফিকুর রহিম করলেন ৬২ রান।
১ম দিন শেষে বিসিবি সবুজ দলের সংগ্রহ ১ম ইনিংসে ১ উইকেটে ৪৫ রান।
সফরে বাংলাদেশে তিনটি টেস্ট খেলবে জিম্বাবুয়ে। প্রথমটি শুরু ২৫ অক্টোবর মিরপুরে। এরপর ৩ নভেম্বর শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট। তৃতীয় টেস্ট ১২ নভেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর হবে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ।
সংক্ষিপ্ত স্কোর
বিসিবি লাল : ২২০/৭ ডিক্লে., ৭৪ ওভার (সাব্বির ২৯, মাহমুদউল্লাহ ৫৮, মুশফিক ৬২, নাসির ৪৯, নাঈম ১০, রুবেল ৮*; শাহাদাত ২/৩০, সাকিব ২/৫৬, মাশরাফি ১/১১)।
বিসিবি সবুজ : ৪৫/১, ১৪ ওভার (তামিম ১৬ ব্যাটিং, শামসুর ২৫, মমিনুল ২ ব্যাটিং)।
Discussion about this post