বিরাট কোহলি মাঠে নামবেন আর ব্যাট হাতে ছুটবে রানের ফেয়ারা-এটাই ছিল স্বাভাবিক দৃশ্য। কিন্তু হঠাৎ করেই খেই হারিয়ে ফেলেছেন ভারত অধিনায়ক। মাঠে চেনাই যাচ্ছে না তাকে। ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের তৃতীয় টেস্টে ১ম ইনিংসে আউট মাত্র ৭ রানে। তার পথ ধরে অনাকাংখিত এক রেকর্ডও গড়ে ফেললেন। কোহলির ব্যাটে সেঞ্চুরি নেই সব শেষ ৫০ ইনিংসে।
কলকাতায় ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে দিন-রাতের টেস্টে সবশেষবার সেঞ্চুরি করেন কোহলি। তারপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে টানা ৫০ ইনিংসে দেখা নেই তিন অঙ্কের ম্যাজিকেল ফিগারের। বিস্ময়কর হলেও সত্য সবশেষ ৫০ ইনিংসে তিনি ফিফটি করেছেন ১৭টি। ৪০.২৭ গড়। শূন্য রানে আউট ৫ বার।
১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এবারই দীর্ঘতম সময় ধরে শতরান পাচ্ছেন না কোহলি। এর আগে একবার টানা ২৫ ইনিংস ও আবার টানা ২৪ ইনিংস সেঞ্চুরি পাননি কোহলি। আগের বারও বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি তুলেছিলেন। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে এশিয়া কাপে ফতুল্লায় বাংলাদেশের বিপক্ষে ১৩৬ রান।
কোহলির আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি ৭০টি। শচিন টেন্ডুলকারের সেঞ্চুরির সেঞ্চুরি করার পথে ছিলেন। কিন্তু এখন তো পথ হারালেন। এ অবস্থায় রানে ফিরতে সেই শচীনের পরামর্শ নিতে কোহলিকে বললেন সুনীল গাভাস্কার। দেখা যাক কবে রানে ফেরেন এই জিনিয়াস।
Discussion about this post