চট্টগ্রামের উইকেটে রান উৎসবে মেতে উঠলেন ব্যাটসম্যানরা। ইফতিখার আহমেদের ঝড়ো ফিফটিতে বরিশাল তুলল এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরের সর্বোচ্চ রান। রান তাড়ায় শুরুর আর শেষে ঝড় তুললেও পেরে উঠেনি ট্টগ্রাম।
জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুক্রবার ব্যাটসম্যানদের দাপটে ২০২ রানের বড় স্কোর গড়ে বরিশাল। ঢাকা পর্বের শেষ ম্যাচে ২০১ রান করে সিলেট স্ট্রাইকার্স। পরের ম্যাচে তাদের টপকে গেল বরিশাল। জবাবে ১৭৫ রান থামে স্বাগতিক চট্টগ্রাম। ২৬ রানে হারিয়ে টানা দুই ম্যাচে জয় তুলে নিলো হার দিয়ে শুরু করা সাকিব আল হাসানের দল।
২৫ বলে সর্বোচ্চ ৪৭ রান করে অপরাজিত থাকেন জিয়া। ৪টি ছয় ও ৩টি চারের মার ছিল তার ইনিংসে। উসমান ১৯ বলে ৩৬ রান করেন। ইফতিখার আহমেদ প্রথম ১৩ বলে ১০ রান তুললেও পরের ১৩ বলে করেন ৪৭ রান। ২৫ বলে ফিফটি পূরণ করেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর-
ফরচুন বরিশাল: ২০ ওভারে ২০২/৭ (এনামুল ৩০, মিরাজ ২৪, সাকিব ৮, ইব্রাহিম ৪৮, মাহমুদউল্লাহ ২৫, ইফতিখার ৫৭, করিম ৬, চতুরাঙ্গা ০, কামরুল ২; আবু জায়েদ ৪-০-৪৯-৩, মৃত্যুঞ্জয় ৪-০-৫৩-১, তাইজুল ৪-০-৩৭-১, ভিজয়কান্থ ৪-০-২৯-১, জিয়াউর ৪-০-৩৩-১)
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ২০ ওভারে ১৭৬/৪ (উসমান ৩৬, ও’ডাউড ২৯, চাঁদ ১৬, আফিফ ২৮, জিয়াউর ৪৭, শুভাগত ১০; সাকিব ৪-০-২৭-১, চতুরাঙ্গা ৪-০-২৬-০, খালেদ ২-০-৩২-০, কামরুল ১-০-৮-১, সানজামুল ২-০-১৭-০, , মিরাজ ৩-০-২০-০, করিম ৪-০-৪৫-১)
ফল: ফরচুন বরিশাল ২৬ রানে জয়ী
ম্যাচসেরা: ইফতিখার আহমেদ
Discussion about this post