ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু ১৭ অক্টোবর। তার আগে এখন প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার দল খেললো প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ। আবুধাবিতে সেই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে রান পেলেন না টপ অর্ডার ব্যাটসম্যানরা। যদিও কথা বলল সৌম্য সরকারের ব্যাট।
মুশফিকুর রহিম, লিটন দাস, নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারীকেউ দেখাতে পারলেন না দাপট। বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২০ ওভারের ম্যাচে ৭ উইকেটে ১৪৭ রানে থামে বাংলাদেশ।
আবুধাবির টলারেন্স ওভালে টস ভাগ্য ছিল বাংলাদেশের পক্ষে। লিটন দাস ও নাঈম শেখের ২৫ বলে গড়েন ৩১ রানের উদ্বোধনী জুটিতে। ১৪ বলে ১৬ করে আউট লিটন। নাঈম ১৯ বলে ১১ রান। মুশফিক আর আফিফ হোসেন ধ্রুব তেমন কিছু করতে পারেন নি। মুশফিক ১৩ বলে ১৩। আফিফ ১১ বলে ১১।
তবে সৌম্য সরকার ২৬ বলে ১ বাউন্ডারি আর ২ ছক্কায় করেন ৩৪ রান। শামীম ৮ বলে ৫ ও সোহান করেন ১৪ বলে ১৫ রান।
শেখ মাহেদি হাসানের ১২ বলে অপরাজিত ১৬।
Discussion about this post