দ্বিতীয় ম্যাচে এসেই চিরচেনা সাকিব আল হাসান। তার কার্যকরী বোলিংই জয়ের পথটা প্রশ্বস্ত করে দেয় বার্বাডোজ ট্রাইডেন্টসের। তাই তো ১ উইকেট পেয়েও তিনি ম্যাচসেরা। ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্সের হাত থেকে নিলেন সেরার সম্মান। অ্যান্টিগা হকবিলসের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে সাকিব যা বললেন তা তুলে ধরা হল-
এবার দারুণ খেললেন। যদিও প্রথম ম্যাচে ভালো খেলতে পারেননি…
আসলেই সিপিএলে প্রথম ম্যাচে ভালো খেলতে পারিনি। আসলে যেভাবে খেলেছি তাতে আমি হতাশ হয়েছিলাম। কারণ এরচেয়ে ভালো করতে পারতাম আমি। তারপরও বড় কথা ম্যাচটা আমরা জিতেছিলাম। এ ম্যাচেও ভালো ব্যাট করতে পারিনি। কিন্তু যেভাবে বল করেছি সেটা বেশ ভালো। ভালো লাগছে এই ভেবে, দলের জয়ে কিছুটা হলেও ভূমিকা রাখতে পেরেছি।
নতুন বল হাতে নেওয়া এটাই কী প্রথম?
না, আমি বাংলাদেশের হয়েও অনেকবার নতুন বলে বোলিং করেছি। এটা আমার জন্য নতুন নয়। কায়রন (পোলার্ড) সেটা জানত বলেই হয়তো বল আমার হাতে তুলে দিয়েছে। আসলে আমি ভাগ্যবান ও আমার ওপর আস্থা রেখেছিল। আস্থার প্রতিদান দিতে পেরে স্বস্তি পাচ্ছি।
আপনি বিশ্বের নানা জায়গায় টি-টুয়েন্টি খেলেছেন। আইপিএলেও দেখা গেছে। এখানকার সঙ্গে তুলনাটা কীভাবে করবেন?
আহ! দর্শকরা যেভাবে সাড়া দিয়েছেন তাতে আমি রীতিমতো বিস্মিত। প্রতি ম্যাচেই এখানে দল বেঁধে দর্শকরা আসছে। সমর্থন দিচ্ছে। আশা করছি এটা অব্যাহত থাকবে।
আপনি ভালো বল করেছেন। আশা করছি পরের ম্যাচগুলোতে ভালো ব্যাটিংও করবেন…
রানে ফেরার জন্য আমি কঠোর পরিশ্রম করছি। সেটা অব্যাহত রাখব। আশা করছি পরের ম্যাচগুলোতে ব্যাট হাতেও দলের জয়ে অবদান রাখতে পারব।
Discussion about this post