৭ জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের একমাত্র টেস্টে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে প্রস্তুতিটা মন্দ হয়নি সফরকারীদের। দুইদিনের প্রস্তুতি ম্যাচে রান পেলেন ব্যাটসম্যানরা। সাফল্য পেলেন বোলাররাও। সবচেয়ে বড় কথা ব্যাটের পর বল হাতেও সাফল্য পেয়েছেন সাকিব আল হাসান।
বল হাতে দুই স্পিনার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ পেলেন ৩টি করে উইকেট। গত রোববার হারারের তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাব মাঠে দুই দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে শুরু থেকেই বল করে বাংলাদেশ। যেখানে জিম্বাবুয়ে নির্বাচিত একাদশকে ২০২ রানে অলআউট করে তারা।
দুঃসময় কাটিয়ে ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি পেয়েছিলেন সাকিব। এবার বল হাতেও দাপট তার। ৩৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন এই তারকা ক্রিকেটার। অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ ৬৪ রানে নেন ৩ উইকেট। ১০ ওভারে ২০ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন তাসকিন। ১১ ওভারে শরিফুল ইসলাম ৩৩ রানে নেন ২ উইকেট।
সফরে ৭ জুলাই শুরু একমাত্র টেস্ট। এরপর ১৬, ১৮ ও ২০ জুলাই তিনটি ওয়ানডে। ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টুয়েন্টি ম্যাচ। প্রতিটিই হবে হারারে স্পোর্টস ক্লাবের মাঠে।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৯০ ওভারে ৩১৩/২ (ইনিংস ঘোষণা) (সাদমান ০, সাইফ স্বেচ্ছা অবসর ৬৫*, শান্ত স্বেচ্ছা অবসর ৫২, মুমিনুল ২৯, সাকিব স্বেচ্ছা অবসর ৭৪*, লিটন স্বেচ্ছা অবসর ৩৭*, মাহমুদউল্লাহ ৪০*, মিরাজ ৫* ; টিশুমা ০/১৩, তানাকা ০/২৯, জঙ্গুই ১/২৩, মেয়ার্স ০/৩৮, মুফুজদা ০/৭৭, কাইয়া ০/৩২, চিপুঙ্গু ১/৩৪, মাধভেরে ০/৩৭, শুম্বা ০/২২)
জিম্বাবুয়ে নির্বাচিত একাদশ ১ম ইনিংস: ৭৪.৫ ওভারে ২০২/১০ ( কাইটানো ৩২, শুম্বা ২, মুডজিঙ্গায়ামা ১৬, মেয়ার্স ১৬, মারুমা ৫৮, কাইয়া ৭, মাধভেরে ২৮, গুম্বি ৬, জঙ্গুই ১০, মুফুদজা ১৫*, চিভাঙ্গা ৯ ; তাসকিন ১/২০, শরিফুল ২/৩৩, জায়েদ ০/১৪, ইবাদত ১/২৫, সাকিব ৩/৩৪, মিরাজ ৩/৬৪, নাঈম ০/১০)
বাংলাদেশ ২য় ইনিংস: ৭.১ ওভারে ২২/০ (তামিম ১৮*, সাদমান ৪* ; টিশুমা ০/১৭, চিভাঙ্গা ০/৫, জঙ্গুই ০/০)
ফল: ম্যাচ ড্র
Discussion about this post