ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঘরোয়া ক্রিকেটে বল হাতে ম্যাজিক দেখিয়েই যাচ্ছেন আব্দুর রাজ্জাক। পূর্বাঞ্চলের ব্যাটিংয়ে একাই ধস নামালেন এই স্পিনার। ৭ উইকেট নিয়ে দলকে এনে দেন বড় লিড। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারছে না রাজ্জাকের দল দক্ষিণাঞ্চল। এরসঙ্গে খবর ফের ব্যাটে ব্যর্থ মাহমুদউল্লাহ।
সোমবার চট্টগ্রামে বিসিএলের ফাইনালে প্রথম ইনিংসে ২৭৩ রানে অলআউট পূর্বাঞ্চল। রাজ্জাক নেন ১০২ রানে ৭ উইকেট।
প্রতিপক্ষকে ফলো অন না করিয়ে ফের ব্যাটিংয়ে নেমে ভাল করছে না দক্ষিণাঞ্চল। তৃতীয় তিন শেষে তারা দ্বিতীয় ইনিংসে তুলল ৮ উইকেটে ১২৫ রান। প্রথম ইনিংসের ২১৩ রানের লিড। সব মিলিয়ে ৩৩৮ রানে এগিয়ে।
প্রথম ইনিংসে ১ রানে ফেরেন মাহমুদউল্লাহ। কিন্তু দ্বিতীয় ইনিংসেও হতাশ করেন। ১১ বলে ১৭ রানে আউট।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৪৮৬/১০
পূর্বাঞ্চল ১ম ইনিংস: ৮৬.৩ ওভারে ২৭৩/১০ (মাহমুদুল ৩৩, আফিফ ৪৭, তানজিদ ৮২, জাকির ১০, আবু হায়দার ২, সাকলাইন ০, রুয়েল ৫, হাসান ৪*; শফিউল ১৯-১-৭২-২, আল আমিন ১৩-১-৩৮-০, রাজ্জাক ৩২.৩-৪-১০২-৭, মেহেদি ২২-৩-৩০-১)।
দক্ষিণাঞ্চল ২য় ইনিংস: ৩০.১ ওভারে ১২৫/৮(মাহমুদ ১, এনামুল ১০, মাহমুদউল্লাহ ১৭, শামসুর ১৬, সোহান ৮, আল আমিন জুনিয়র ৮, ফরহাদ রেজা ৩, মেহেদি ৪১*, শফিউল ৫, রাজ্জাক ১*; হাসান ৮-২-২২-২, আবু হায়দার ১০-০-৫১-৪, রুয়েল ৫-০-২২-২, আশরাফুল ৪-০-৬-০, আফিফ ২-০-১০-০, সাকলাইন ১-১-০-০, মাহমুদুল ০.১-০-০-০)।
Discussion about this post