ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত বছর প্রথম বাংলাদেশি হিসাবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলক ছুয়েছিলেন। বুধবার আরেকটি কীর্তি গড়লেন আব্দুর রাজ্জাক। প্রথম বাংলাদেশি হিসাবে লিস্ট-এ ক্রিকেটে ৪০০ উইকেট শিকার করেছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এ স্পিনার।
ঢাকা প্রিমিয়ার লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে বুধবার মিরপুরে রাজ্জাকের রেকর্ডে ভর করে উত্তরা স্পোর্টিং ক্লাবকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৫৭ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক। টস হেরে আগে ব্যাট করতে নেমে দলটি নির্ধারিত ৩৮ ওভারে ৭ উইকেটে করে ২৩০ রান। জবাবে দিতে নেমে রাজ্জাকের (৪/১৫) অসাধারন বোলিংয়ে ৮ উইকেটে ১৮২ রানে থামে উত্তরা।
লিস্ট এ ক্রিকেটের ওয়ানডেতে ৪০০ থেকে ১ উইকেট দূরে ছিলেন রাজ্জাক। বুধবার ইনিংসের ১২তম ওভারের শেষ বলে উত্তরার ওপেনার আনিসুল ইসলাম ইমনকে বোল্ড করতেই এলিট ক্লাবে নাম লেখান তিনি। পরে এ বাঁহাতি আরও নেন ৩ উইকেট। ৮ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৪ শিকার করে দলকে দেখান জয়ের দিশা।
শের-ই-বাংলা স্টেডিয়ামে ২৩১ রানের লক্ষ্যে খেলতে উত্তরার দুই ওপেনার তানজিদ হাসান (৩৫) ও আনিসুল ইসলাম (৩৩) ৯.৫ ওভারেই তুলে ফেলেন ৬৪ রান। ঠিক সে সময় স্পিনার নাঈম হাসান তানজিদকে ফিরিয়ে বিপজ্জনক এ জুটি ভাঙেন। এর কিছুক্ষণ পরই শুরু হয় রাজ্জাক জাদু। তার প্রথম শিকার হয়ে ফেরেন আরেক ওপেনার আনিসুল। এরপর এ বাঁহাতি দ্রুত সাজঘরের পথ দেখান আবরার আলম, মিনহাজুল আবেদিন ও শাখির হোসনকে। যে কারণে উত্তরা থামে ১৮২ রানে।
এরআগে প্রাইম ব্যাংকের ব্যাটিংয়ে শুরুটা ভালো ছিল না। কেননা দলটি তৃতীয় ওভারেই প্রথম বলেই ওপেনার জাকির হাসানকে হারিয়ে বসে। তবে সেটা মোটেও বুঝতে দেননি ফর্মের তুঙ্গে থাকা আরেক ওপেনার এনামুল হক বিজয় (৩৬) ও শ্রীলঙ্কান আভিমানু ইসোয়ারান (৩৫)। তাদের ব্যাটেই ঘুরে দাঁড়ায় প্রাইম ব্যাংক। পরে আল আমিন (৬০) ও সালমান হোসাইনের (৩৭) ব্যাটে নির্ধারিত ৩৮ ওভার শেষে লড়াইয়ের পুঁজি পায় দলটি। শেষ পর্যন্ত রাজ্জাকের ঘূর্ণিতে জয় নিয়ে মাঠ ছাড়ে প্রাইম ব্যাংক।
লিস্ট এ-তে এখন রাজ্জাকের উইকেট সংখ্যা ৪০৩ উইকেট। অন্যদিকে সাদা পোশাকে তিনি এরইমধ্যে দখলে নিয়েছেন ৫৮১টি। আর টি-টোয়েয়েন্টিতে ৯৯। সব মিলিয়ে তিন সংস্করণ মিলে আগেই সংখ্যাটা তার ছাড়িয়েছে হাজারের উপরে। যেভাবে এ বাঁহাতি ছুটছেন শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবেন তা হয়তো এখনই বলা মুশকিল।
Discussion about this post