এ মুহুর্তে দেশের সবচেয়ে আলোচিত ক্রিকেটার তিনি। না, মাঠের নৈপুন্য দিয়ে নয়, মাঠের বাইরের কান্ড তাকে নিয়ে এসেছে শিরোনামে। শিশু গৃহকর্মীকে নির্যাতন করায় মামলা হয়েছে শাহাদত হোসেন রাজীবের বিরুদ্ধে। এই মামলায় জড়িয়ে গেছেন তার স্ত্রী জেসমিন হোসেনও।
জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি বিব্রত ক্রিকেট বোর্ডও। ইনজুরির সঙ্গে এবার এমন কান্ড। ক্যারিয়ারটাই বুঝি অনিশ্চিত হয়ে গেল জাতীয় দলের এই পেসারের!
সেই বিতর্ক যখন চাঙ্গা চলুন তখন ঢু মেরে আসি শাহাদত-জেসমিনের অন্দরমহলে-
ছবি সুত্র: সোশ্যাল মিডিয়া
Discussion about this post