একেই বলে হেসে-খেলে জয়! রাজশাহী কিংসকে রীতিমতে উড়িয়ে দিয়ে ৬৮ রানে জিতেছে ঢাকা ডায়নামাইটস। শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে এই আসরে রানের হিসেবে সবচেয়ে বড় জয়টি পেয়েছে সাকিব আল হাসানের দল।
এবারের বিপিএলে শুরুতেই হোচট খেয়েছিল দল। তারপর চ্যাম্পিয়নরা টানা ৫ ম্যাচে অপরাজিত। জয় চারটিতে, বৃষ্টিতে পরিত্যক্ত একটি। অন্যদিক দুঃসময় কাটাতে পারছে না রাজশাহী। ৬ ম্যাচে এটি চতুর্থ হার তাদের।
শনিবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ঢাকা করে ২০১ রান। জবাবে রাজশাহী অলআউট ১৩৩ রানে। গোটা ম্যাচটাই শহীদ আফ্রিদির নৈপুন্যে উজ্জল। প্রথমে ব্যাট হাতে ১৫ রান। তারপর বল হাতে তুলে নেন প্রতিপক্ষের ৪ উইকেট। তবে তার সতীর্থ এভিন লুইসই ম্যাচসেরা। ঢাকার এই ব্যাটসম্যান ১০ চার ও ১ ছক্কায় ৩৮ বলে করেন ৬৫ রান।
সংক্ষিপ্ত স্কোর-
ঢাকা ডায়নামাইটস: ২০ ওভারে ২০১/৭ (লুইস ৬৫, আফ্রিদি ১৫, জহুরুল ১৩, নাদিফ ৬, সাঙ্গাকারা ২৮, সাকিব ১১, পোলার্ড ৫২*, নারাইন ০; হাবিবুর ১/৪৩, মিরাজ ২/৩২, ফরহাদ ০/৪০, হোসেন ৩/৩৮, ফ্রাঙ্কলিন ০/২৯, সামিত ১/১৮)।
রাজশাহী কিংস: ১৮.২ ওভারে ১৩৩/১০ (মুমিনুল ১৬, রনি ০, সামিত ৬, জাকির ৩৬, মুশফিক ২, ফ্রাঙ্কলিন ৯, স্যামি ১৯, মিরাজ ১০, ফরহাদ ৬, হাবিবুর ১*, হোসেন ১; আবু হায়দার ৩/১১, সাকিব ২/২২, নারাইন ০/৩২, মোসাদ্দেক ০/১৮, আফ্রিদি ৪/২৬, সাদ্দাম ১/১৯)
ফল: ঢাকা ডায়নামাইটস ৬৮ রানে জয়ী
ম্যাচসেরা: এভিন লুইস
Discussion about this post