ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দেশের জার্সিতে একটা সময় একসঙ্গে খেলেছেন। ছুঁয়েছেন বিশ্বকাপ শিরোপা। কিন্তু এবার পাক সাবেক অধিনায়ক ও দেশের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে রীতিমতো তোপ দাগলেন জাভেদ মিয়াঁদাদ। বললেন, পাকিস্তানের ক্রিকেটকে একেবারে ধ্বংস করে দিয়েছে ইমরান খান। শুধু তা-ই নয়, প্রধানমন্ত্রী ইমরানকে রাজনীতির ময়দানে নেমে হারানোর হুঙ্কারও দিয়েছেন তাঁর প্রাক্তন সতীর্থ।
নিজের ইউটিউব চ্যানেলে মিয়াঁদাদ বলেছেন, ‘পিসিবি-তে যাঁরা দায়িত্বে আছেন, তাঁদের মধ্যে কেউ ক্রিকেটের ‘এবিসিডি’ জানে না। ব্যক্তিগত ভাবে আমি এ বিষয়ে ইমরানের সঙ্গে কথা বলব। পাক ক্রিকেটের পক্ষে ক্ষতিকর এমন কাউকেই আমি ছাড়ব না।’
প্রধানমন্ত্রীকে টক্কর দেওয়ার জন্য মিয়াঁদাদ এ বার রাজনীতির ময়দানে নেমেও তাকে হারাতে প্রস্তুত। দিয়েছেন এমন হুঙ্কার, ‘রাজনীতির ময়দানে নামলে চোখে আঙুল দিয়ে ভুল ধরিয়ে দেব। ঠিককে ঠিক বলব, ভুলকে ভুল। কোনও মুখোশ পরে থাকার পাত্র নই। ইমরান মনে রেখো, আমি তোমার অধিনায়ক ছিলাম। রাজনীতির ময়দানেও তোমাকে টক্কর দিতে আমার অসুবিধা হবে না।’
ওয়াসিম খানকে বিদেশ থেকে এনে পিসিবি-র দায়িত্বে বসানোর বিরুদ্ধেও তোপ দাগলেন মিয়াঁদাদ, ‘বিদেশ থেকে একজনকে আনা হয়েছে পাক ক্রিকেট বোর্ডে। ও যদি চুরি করে পালায়? তা হলে কি কেউ ধরতে পারবে? পাকিস্তানে কেউ কি আর বেঁচে নেই? যে বাইরে থেকে একজনকে এনে দায়িত্ব দেওয়া হল? পিসিবি-তে যোগ্য কেউ দায়িত্ব না পেলে দেশের ক্রিকেটের হালও হয়তো ফিরবে না। আমি চাইব, দেশের প্রাক্তন ক্রিকেটারদের উপরে আরও ভরসা করা হোক। পাকিস্তানের প্রত্যেকে এ বিষয়ে ভাবনা-চিন্তা করুক। তারা জেগে উঠুন।’
তিনি আরও বলেন, ‘ক্রিকেটারদের ব্যবহার করে একেবারে ছুড়ে ফেলে দেয় পিসিবি। ভবিষ্যতের যখন দায়িত্ব নিতে পারবে না, তখন কেন ক্রিকেটার উঠবে? শেষ জীবনে দিনমজুরের কাজ করে অর্থ উপার্জন করতে হয়। যারা ক্রিকেটার, তাদের ভবিষ্যৎ অন্তত সুরক্ষিত হওয়া উচিত। এ বিষয়ে আমি আগেও কথা বলেছি। আবারও বলতে বাধ্য হচ্ছি।’
Discussion about this post