বাংলাদেশ প্রিমিয়ার লিগের উত্তেজনায় সামিল হতে ঢাকা এসে গেছেন আরেক মারকুটে ব্যাটসম্যান। বুধবার রাজধানীতে পা রেখেছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। প্রথমবারের মত বিপিএলে দেখা যাবে তাকে। খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। বিশ্বের অন্যতম সেরা এই টি-টুয়েন্টি স্পেশালিষ্টের ঢাকা আসার খবরই এরইমধ্যে নিশ্চিত করেছেন রাইডার্স কর্তৃপক্ষ।
তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে ছবি দিয়ে ক্যাপশনে লেখা হয়, ‘ব্রেন্ডন ম্যাককালাম ক্রিকেটের দেশে পৌঁছেছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ নভেম্বর কুমিল্লার বিপক্ষে তিনি মাঠে নামবেন। স্বাগতম। ‘
এখন অবশ্য ম্যাককালাম চলে গেছেন সাবেকদের তালিতায়। কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি।
তার আগে দেশের হয়ে টি-টুয়েন্টিতে ৭১ ম্যাচে ২ সেঞ্চুরি ও ১৩ হাফ সেঞ্চুরিতে তুলেছেন ২১৪০ রান।ঘরোয়া টি-টুয়েন্টিতে ২৯৭ ম্যাচে ৭ সেঞ্চুরি ও ৪৩ হাফ সেঞ্চুরিতে করেন ৮২৪৫ রান।
এবারের আসরে তিনটি ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে রংপুর। সন্দেহ নেই ম্যাককালামকে পেয়ে আরো শক্তিশালী হবে রংপুর। ভক্তদের জন্য খুশির খবর হল- কয়েকদিনের মধ্যেই দলের আরেক তারকা ক্রিস গেইল যোগ দেবেন রাইডার্সদের ক্যাম্পে।
Discussion about this post