আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানিয়েছেন তিনি। সেরা সময়টাও ফেলে এসেছেন পেছনে। তারপরও টি-টুয়েন্টি ক্রিকেট মানেই তার নামটা অবধারিতভাবে চলে আসবে। ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা সেই শহীদ আফ্রিদি ব্যাটে ঝড় তুলতে পা রাখলেন রাজধানী ঢাকায়। বুধবার শহরে এসেছেন পাকিস্তানের সাবেক এই তারকা ক্রিকেটার।
সিলেটে প্রথম পর্ব শেষ হয়ে যাবে বুধবার। তারপর আগামী ১১ নভেম্বর থেকে ঢাকায় শুরু দ্বিতীয় পর্ব। এই পর্বে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলবেন আফ্রিদি। এবার শক্তিশালী দল নিয়ে খেলছে চ্যাম্পিয়নরা। বিপিএলের এরইমধ্যে মাঠ মাতাচ্ছেন ক্যারিবিয়ান তারকা পোলার্ড, সুনীল নারিন, এরভিন লুইস, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও দক্ষিণ আফ্রিকার ডেলপোর্ট। পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট শেষে ঢাকায় যোগ দেবেন আরেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আমির।
খেলার কথা ছিল শেন ওয়াটসনেরও। তবে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে টুর্নামেন্ট শেষ হয়ে গেছে অস্ট্রেলিয়ার এই তারকার। এবার প্রথম ম্যাচে সিলেটের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করে ঢাকা। তারপর দ্বিতীয় ম্যাচে খুলনার বিপক্ষে জয়ের তৃপ্তি নিয়ে শেষ করে সিলেট পর্ব।
Discussion about this post