ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র কাপের উদ্বোধন করতে বাংলাদেশে এসেছেন প্রিন্স অব কলকাতাখ্যাত ভারতের সাবেক অধিনায়ক এবং সদ্য সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। বৃহস্পতিবার বিকেল ৩টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। রাজধানীতে সৌরভ ছড়ালেন সৌরভ!
নির্ধারিত সূচি অনুযায়ী সকালেই ঢাকায় নামার কথা থাকলেও ফ্লাইট জটিলতার কারণে দেরি হয়েছে। মূলত ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র কাপ উদ্বোধন ও আইসিআইসিআই ব্যাংকের এক অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন ভারতের সাবেক অধিনায়ক।
সৌরভকে দিয়ে মেয়র কাপের উদ্বোধন করানোকে বড় চমক বলছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সম্প্রতি সংবাদ সম্মেলনে আতিক জানিয়েছেন, ‘আমি সৌরভ গাঙ্গুলীকে ধন্যবাদ জানাতে চাই, কারণ উনি মেয়র কাপের উদ্বোধনী অনুষ্ঠানে আসার জন্য কোনো টাকা নেননি। আমি তাকে বলেছি, এই মেয়র কাপ মাদকের বিরুদ্ধে, ভবিষ্যৎ প্রজন্মকে বার্তা দেওয়ার জন্য আয়োজন করছি। মাদকমুক্ত দেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই। আমাদের বাচ্চাদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্য, মাদককে না বলার জন্য এই প্রতিযোগিতা। তিনি বিষয়টি খুব পছন্দ করেছেন।’
ঢাকায় পৌঁছে সরাসরি ডিএনসিসির মেয়রস কাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন সৌরভ। সেখানে বাংলাদেশের মানুষের থেকে পাওয়া ভালোবাসার কথা জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘যতবারই আমি এখানে আসি, অনেক মানুষের ভালোবাসা পাই। আমি বুঝতে পারি না, এটা ভারত না বাংলাদেশ। আমাকে এত ভালোবাসা, এত নিজের মনে করার জন্য আন্তরিক শুভেচ্ছা। বাংলাদেশে আমি প্রথম আসি ১৯৮৯ সালে, অনূর্ধ্ব-১৯ দলের হয়ে এশিয়া কাপ খেলতে। সেই থেকে বাংলাদেশের মানুষের সঙ্গে আমার সম্পর্ক। প্রচুর মানুষ বন্ধু আমার। ইফতেখার রহমান মিঠু (বিসিবি পরিচালক) সেই থেকে আমার বন্ধু। হয়ত গেল দশ বছর আমি আসিনি। কিন্তু তার সঙ্গে, তার পরিবারের সঙ্গে বাকি বন্ধুদের সঙ্গে আমার দেখা হতো পৃথিবীর বিভিন্ন জায়গায়।’
Discussion about this post