৫ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। মঙ্গলবার দুপুরে ১২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করে কিউই ক্রিকেটারদের বহনকারী বিমান। বাণিজ্যিক ফ্লাইটে আসায় সফরকারীদের জন্য রানওয়ে থেকে বাসের ব্যবস্থা ছিল না।
অবশ্য মঙ্গলবার নেমে বিমানবন্দরে দাঁড়াতে হয়নি নিউজিল্যান্ডের ক্রিকেটারদের। বিমান থেকে নেমেই সরাসরি বেরিয়ে বাসে ওঠেন দলটির ক্রিকেটার কর্মকর্তারা। তাদের জন্য বিশেষ ইমিগ্রেশনের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফিন অ্যালেন ও কলিন ডি গ্র্যান্ডহোম চার দিন আগেই পা রেখেছেন রাজধানী ঢাকায়।
তিনদিন হোটেলে কোয়ারেন্টাইন করবে কিউই ক্রিকেটাররা। রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিনদিনের কোয়ারেন্টাইন করবে সফরকারীরা।
নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সে চেপে ঢাকা এসেছেন টম লাথামরা। মাহমুদউল্লাহ রিয়াদদের সঙ্গে তাদের ৫ ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টি আগামী ১ সেপ্টেম্বর। পরের চারটি ম্যাচ যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। বিকেল ৪টায় শুরু হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।
বাংলাদেশ সফরের নিউজিল্যান্ড দল-
টম লাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রাসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি,স্কট কাগেলেইন, কুল ম্যাকনি, হেনরি নিকোলস, অ্যাজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র , বেন সিয়ারস, ব্লেয়ার টিকনার ও উইল ইয়ং।
Discussion about this post