বৃষ্টির উৎপাতে নিস্প্রান ড্র হয়েছে ফতুল্লা টেস্ট। এবার বাংলাদেশ-ভারত ওয়ানডে লড়াই। তাইতো সেই যুদ্ধে মাশরাফি বিন মর্তুজাদের সঙ্গে অংশ নিতে সোমবার ঢাকায় আসলেন ভারতের ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সঙ্গে আছেন আরো ৭ ক্রিকেটার।
ধোনির সঙ্গে ঢাকায় আসা ক্রিকেটাররা হলেন-সুরেশ রায়না, স্টুয়ার্ট বিনি, রবীন্দ্র জাদেজা, ধবল কুলকার্নি, অক্ষর প্যাটেল, আম্বাতি রায়ডু এবং মোহিত শর্মা। অন্যদিকে টেস্ট মিশন শেষে ফিরে যাচ্ছেন- হরভজন সিং, ইশান্ত শর্মা, চেতেশ্বর পূজারা, বরুন অ্যারন, ঋদ্ধিমান সাহা, কর্ন শর্মা এবং মুরালি বিজয়।
বাংলাদেশ-ভারতের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৮ জুন। পরের ম্যাচ ২১ ও ২৪ জুন। মিরপুরের শেরে বাংলায় সব ম্যাচই শুরু দুপুর তিনটায়। ‘রিজার্ভ ডে’ থাকছে প্রতি ম্যাচেই।
Discussion about this post