চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে চারদিনের প্রথম ম্যাচে দাপট দেখালেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। তার দুর্দান্ত বোলিংয়ে সফরকারীদের গুঁড়িয়ে দিয়ে জয়ের পথেই এগোচ্ছে বাংলাদেশ ইমার্জিং দল।
প্রথম ইনিংসে ব্যাট হাতে দুর্দান্ত শুরু এনে দিয়েছিলেন ওপেনার আশিকুর রহমান শিবলি, যার সেঞ্চুরিতে বাংলাদেশ তোলে ৩০৮ রান। জবাবে ব্যাট করতে নেমে রাকিবুলের তোপে ২৪৩ রানেই গুটিয়ে যায় প্রোটিয়ারা।
রাকিবুল একাই শিকার করেন ৭ উইকেট। ৩১.৪ ওভারে মাত্র ৬৪ রান খরচায়, ১৫৬টি ডট বল দিয়ে তিনি প্রতিপক্ষ ব্যাটারদের একপ্রকার দম বন্ধ করে দেন। এ ছাড়া রিপন মণ্ডল নেন ২টি, এবং মইন খান নেন ১টি উইকেট।
দক্ষিণ আফ্রিকার ইনিংসে কিছুটা প্রতিরোধ গড়েন কেবল অধিনায়ক জর্জ মারথিউনাস ভন হারডিন, যিনি ৬৩ রান করেন। তার বাইরে কেউই ফিফটির মুখ দেখেননি।
৬৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করলেও বাংলাদেশ পড়ে গেছে চাপে। দিন শেষে ৩ ওভারে মাত্র ৫ রানেই ফিরে গেছেন দুই ওপেনার-আশিকুর রহমান শিবলি ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। এখন ক্রিজে আছেন আইচ মোল্লা ও অধিনায়ক শাহাদাত হোসেন দিপু, দুজনই এখনও রানে খাতা খুলতে পারেননি।
Discussion about this post