ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ওয়ানডে ও টি-টোয়েন্টির চেয়ে টেস্টে বড্ড বাজে সময় পার করছে বাংলাদেশ। যা শুরু হয়েছিল বেশ আগে। তবে অতীতে ঘটে যাওয়া ওসব আর মনে করতে চাইছে না টিম টাইগার্স। শুক্রবার থেকে শুরু হতে যাওয়া রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে হারিয়ে ব্যর্থতার বৃত্ত ভাঙতে চান অধিনায়ক মুমিনুল হক।
শুক্রবার রাওয়ালপিন্ডিতে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।
গত কয়েক মাসে দেশের বাইরে টেস্টে টানা আট ম্যাচে হেরেছে বাংলাদেশ। এর ছয়টিতেই আবার ইনিংস ব্যবধানে হার।
টেস্টে বাংলাদেশের হারের শুরুটা একটানা হয়েছে আসলে ২০১৭ সালের পর থেকে। দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউ জিল্যান্ড ও ভারত সফরে হেরেছে দুটি করে টেস্ট। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট জিতে সাফল্যের ধারায় ফিরতে চান মুমিনুল।
পাকিস্তান সফরে টেস্ট মিশনে যাওয়ার আগে আদর্শ প্রস্তুতি নিতে পারেনি বাংলাদেশ। তবে বিসিএলের প্রথম রাউন্ডে টেস্ট দলের ক্রিকেটারদের পারফরম্যান্স হারের বৃত্ত ভাঙার আত্মবিশ্বাস যোগাচ্ছে অধিনায়ককে, ‘দেখুন এক সময় না এক সময় তো (হারের ধারা) ভাঙতেই হবে। (হারের) এই বৃত্তটা ভাঙতে সবাই প্রস্তুত। খুব ভালো প্রস্তুতি নিয়েছে সবাই। সেদিক থেকে আমরা আশাবাদী ম্যাচটি নিয়ে।’
দেশের বাইরে দলের মতো ব্যক্তিগতভাবে সময় ভালো যাচ্ছে না মুমিনুলের। তবে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া রাওয়ালপিন্ডি অধিনায়কের নিজের ও দলের লক্ষ্য একই, দেশের বাইরে ভালো করা, ‘চেষ্টা করছি এই জিনিসটি এখান থেকে শুরু করার জন্য। সব মিলিয়ে আমরা খুব মনোযোগী আছি। আশা করছি, আমরা ভালো ক্রিকেট খেলতে পারব।’
রাওয়ালপিন্ডির উইকেট বেশিরভাগ সময় পেসারদের হয়ে কথা বলে। ব্যাপারটি ভেবেই শুক্রবার হয়তো একাদশে তিন পেসার খেলবে বাংলাদেশ। যদিও ব্যাপারটি নিয়ে এখনও মুখ খোলেননি মুমিনুল। তবে দলের অনুশীলনে বৃহস্পতিবার পেসারদের সামলেই বেশি দেখা গেছে টাইগারদের।
পেস বান্ধব উইকেট হলেও বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালো করবেন বলে আশা মুমিনুলের। এ আত্মবিশ্বাসটা এ বাঁহাতি পাচ্ছেন কদিন আগেই বিসিএলে তার সতীর্থরা ভালো করায়।
এখন পর্যন্ত টেস্টে বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি হয়েছে ১০বার। এরমধ্যে ৯টিতেই হেরেছে টাইগাররা। একটিতে করেছে ড্র। এ সুখস্মৃতি নিয়েই শুক্রবার ১৭ বছর পর পাকদের মাটিতে টেস্ট খেলতে নামছে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা
Discussion about this post