ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ভারতের রায়পুরের ছত্তিশগড়ে আগামী ৫ মার্চ শুরু হবে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ। ৬ দলের এই টুর্নামেন্টে অংশ নেবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররাও। এজন্য তারা শনিবার ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে।
গত বছর ভারতে বসেছিল সাবেক ক্রিকেটারদের নিয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের প্রথম আসর। কিন্তু করোনার কারণে টুর্নামেন্টটি মাঝপথেই থমকে যায়। তাই ২০২১ সালে টুর্নামেন্টটি শুরু হচ্ছে নতুন আঙ্গিকে। এ টুর্নামেন্টে বাংলাদেশের খেলা কথা অবশ্য ছিল না। তবে অস্ট্রেলিয়া সরে দাঁড়ানোয় সুযোগ হয়েছে লাল-সবুজ প্রতিনিধিদের। এ টুর্নামেন্টে এবারই প্রথম খেলবে ইংল্যান্ড লিজেন্ডস। এছাড়া আরও খেলবে ভারত, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।
আগামী ৫ মার্চ বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে শুরু হবে রোড সেফটি টুর্নামেন্ট। ১৭ মার্চ প্রথম সেমিফাইনাল, ১৯ মার্চ দ্বিতীয় সেমিফাইনাল ও ২১ মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
বাংলাদেশ লিজেন্ডস স্কোয়াডঃ
খালেদ মাহমুদ সুজন, নাফিস ইকবাল, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, খালেদ মাসুদ পাইলট, হান্নান সরকার, জাভেদ ওমর, রাজিন সালেহ, মেহরাব হোসেন অপি, আফতাব আহমেদ, আলমগীর কবির, মোহাম্মদ শরিফ, মুশফিকুর রহমান বাবু, মামুনুর রশিদ।










Discussion about this post