এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তিনি যে রংপুর রাইডার্সে নাম লেখাচ্ছেন সেটা আগেই জানা গিয়েছিল। এমন কী তাকে নেতৃত্ব দেয়ার খবরটিও নিশ্চিত হয়েছিল। রোববার অফিসিয়ালি চুক্তিটা সেরে নিলেন মাশরাফি বিন মতুর্জা। পঞ্চম আসরে রংপুর রাইডার্সে খেলবেন গতবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলা এই অলরাউন্ডার।
বসুন্ধরার ইস্টওয়েস্ট মিডিয়া কনফারেন্স হলে এনিয়ে টাইগারদের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘আশা করি রংপুর রাইডার্স ভালো দল হবে। দারুণ কিছু পরিকল্পনা করে দলটি এগোচ্ছি আমরা। টিম ম্যানেজমেন্ট ভালো। দেরিতে দল গড়া শুরু করলেও আশা করি দুর্দান্ত দল গঠন করতে পারবে। কোচিং স্টাফরাও দারুণ। বিশ্বের অন্যতম সেরা কোচকে নিয়ে আসছে তারা। সঙ্গে কোচিং স্টাফদের মধ্যে রয়েছেন স্থানীয় নাজমুল আবেদিন ফাহিম ভাই। মেন্টর হিসেবে থাকবেন রফিক ভাই।’
বাংলাদেশ জাতীয় দলের স্বার্থেই তরুণ কোনো ক্রিকেটারকে আইকন হিসেবে দেখতে চেয়েছিলেন মাশরাফি। তিনি জানালেন, ‘এবার আইকন হয়ে খেলতে চাইনি আমি। কারণ নতুন একজনকে সুযোগ দিতে চেয়েছিলাম। যেহেতু আমি আন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকে অবসর নিয়েছি, তাই আমার বদলে নতুন একজনকে সুযোগ দিতে চেয়েছিলাম। এখন এটা বিসিবির সিদ্ধান্ত।’
যাই হোক এবার দল গোছাবেন ম্যাশ। ব্যালেন্সড একটা একাদশ চাইছেন তিনি। আবার রিজার্ভ বেঞ্চও করতে চাইছেন শক্তিশালী।
Discussion about this post