রংপুর বিভাগকে ১৩ রানে হারিয়ে জাতীয় নারী ক্রিকেট লিগের শিরোপা নিজেদের করে নিয়েছে বরিশাল বিভাগ। দিনভর দারুণ ব্যাটিং, শেষে ঠাণ্ডা মাথায় বোলিং-সব মিলিয়ে বরিশালের শিরোপা জয় ছিল প্রাপ্যই। একইদিন বিকেএসপির আরেক মাঠে ঢাকা বিভাগকে হারিয়ে রানার্স আপ নিশ্চিত করেছে খুলনা।
বিকেএসপিতে অনুষ্ঠিত ফাইনালে আজ আগে ব্যাট করে ২০ ওভারে ১৩৭ রান তোলে বরিশাল। ইনিংসের শুরুতেই রংপুর বোলারদের চাপে ফেলেন ওপেনার ফারজানা হক ও সুমি আক্তার। অভিজ্ঞ ফারজানা ৫২ বলে ৫১ আর সুমি ৪৫ বলে ৪৭ রান করে দেন শক্ত ভিত। দ্রুত কিছু উইকেট পড়লেও শেষদিকে দুই ছক্কায় ১৪ বলে ২১ রানের তড়িৎ ইনিংস খেলেন সাদিয়া আক্তার।
১৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রংপুর শুরুতেই ধাক্কা খায়। প্রথম দুই ওভারে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি আর ঘুরে দাঁড়াতে পারেনি। ইনিংসের শেষদিকে লাকি আক্তার ১৮ বলে ৩২ রান করে ব্যবধান কমানোর চেষ্টা করলেও তা যথেষ্ট হয়নি। বরিশালের বোলারদের সুশৃঙ্খল শৃঙ্খলা পুরো ইনিংসজুড়েই রংপুরকে চাপে রাখে। অধিনায়ক রাবেয়া খান, হ্যাপি আলম ও ফাতেমা আক্তার দুইটি করে উইকেট নিয়ে দলের জয় নিশ্চিত করেন।
শুধু নেতৃত্বই নয়, ব্যাট-বল দুই দিক থেকেই রাবেয়া ছিলেন টুর্নামেন্টের সেরা। ৭ ম্যাচে ১১৮.৫৪ গড়ে ১৭৯ রান করার পাশাপাশি বল হাতেও নিয়েছেন ৯ উইকেট-ফলে লিগের সেরা ক্রিকেটারের স্বীকৃতি উঠেছে তার হাতেই।
বিকেএসপির আরেক মাঠে ঢাকা বিভাগকে মাত্র ৬৫ রানে আটকে রেখে সহজ জয় তুলে নেয় খুলনা বিভাগ। সমান ১০ পয়েন্ট নিয়ে চট্টগ্রামের সঙ্গে লড়াইয়ে রান রেটে এগিয়ে থেকে রানার্স আপ হয় তারা। তবে বরিশালের ধারাবাহিকতা ছুঁতে পারেনি কোনো দলই-৭ ম্যাচে ৬ জয় তুলে ১২ পয়েন্ট নিয়ে নিরঙ্কুশভাবে চ্যাম্পিয়ন হয়েছে তারা।
ব্যক্তিগত দিকেও ছিল দারুণ প্রতিযোগিতা। দুই বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ ব্যাটার শামিমা সুলতানা পুরো লিগের সর্বোচ্চ ২৭৫ রান করে জানান দিয়েছেন নিজের প্রস্তুতির কথা। সর্বোচ্চ ১৪ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন ফাতমা জাহান সোনিয়া ও সুলতানা খাতুন। আর ১৩১.২৫ স্ট্রাইক রেটে ১৮৯ রান করে প্রতিশ্রুতিশীল ক্রিকেটারের পুরস্কার জিতেছেন জুরাইয়া ফেরদৌস জয়িতা।










Discussion about this post