ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হোম গ্রাউন্ডে অবশেষে চেনা পথে ফিরল সিলেট সিক্সার্স। এক ম্যাচই পরই দেখাল মিলল জয়ের। ডেভিড ওয়ার্নারের দল অনায়াসেই হারাল চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে। ব্যাটিংয়ের পর বোলিংয়েও ছিল দাপট। স্বাগতিকরা তুলে নেয় ২৭ রানের দারুণ এক জয়।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে সিলেট তুলে ২০ ওভারে ১৮৭ রান। জবাব দিতে নেমে ২০ ওভারে ১৬০ রানে আটকে যায় রংপুর। গতবারের চ্যাম্পিয়নদের এই আসরে এটি ছয় ম্যাচে চতুর্থ নম্বর হার। সিলেট সিক্সার্সের এটি পাঁচ ম্যাচে দ্বিতীয় জয়।
বড় সংগ্রহের সামনে শুরুতেই পথ হারায় রংপুর। ১১ রানে ৩ উইকেট শেষ। এরপর আর দাঁড়াতে পারেনি দল। রাইলি রুশো যা একটু লড়লেন। তিনি করেন ৫৮ রান। মোহাম্মদ মিঠুন ৩৫ আর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ৩৩ রানে অপরাজিত।
এর আগে ব্যাট করতে নেমে স্বাগতিক সিলেট গড়ে বড় সংগ্রহ। বুধবার টস হেরে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকরা পরিবর্তন নিয়ে সফল হয়েছে। লিটনের সঙ্গে ইনিংস ওপেন করেন সাব্বির রহমান। ডেভিড ওয়ার্নার তিনে। তবে সাব্বির ২০ রানে ধরেন সাজঘরের পথ। অন্য প্রান্তে লিটন খেললেন টর্নেডো ইনিংস। চার-ছক্কার ঝড় তুলেন তিনি। ৬ ওভারে সিলেট করে ৬১ রান। দলীয় ৭৩ রানের জুটি ভাঙে জুটি। ফিরেন সাব্বির।
এরপর শুরু হয় ওয়ার্নার ঝড়। মাশরাফির এক ওভারে মারেন ছক্কা ও দুটি চার। ওভারে আসে ১৯ রান। ৩ ওভারে রংপুর অধিনায়ক দিলেন ৪৩ রান। বিপিএলে নিজের সবচেয়ে খরুচে বোলিং।
২৯ বলে লিটন করেন ফিফটি। ৯ চার ও ১ ছক্কায় ৪৩ বলে ৭০ রানে ফিরেন তিনি। টি-টুয়েন্টিতে আগের সর্বোচ্চ ৬৪ ছাড়িয়ে গেলেন। ওয়ার্নার ৩৬ বলে ৬১ রানে অপরাজিত। এদিন বাঁহাতি এই ব্যাটসম্যান ৩ বল ডান হাতেও খেলেন। ক্রিস গেইলের ওভারে ডানহাতে ব্যাট করেন তুলেন ১৪ রান। নিকোলাস পুরান ১৩ বলে করেন ২৬ রান।
সংক্ষিপ্ত স্কোর-
সিলেট সিক্সার্স: ২০ ওভারে ১৮৭/৫ (লিটন ৭০, সাব্বির ২০, ওয়ার্নার ৬১*, পুরান ২৬, আফিফ ৬, জাকের ০, অলক ০*; শফিউল ৩/৩১, হাওয়েল ১/২২)।
রংপুর রাইডার্স: ওভারে ১৬০/৬ ২০ (রুশো ৫৮, মিঠুন ৩৫, মাশরাফি ৩৩*, তাসকিন ২/৩৪, মেহেদি হাসান রানা ২/৪০)।
ফল: সিলেট সির্ক্সাস ২৭ রানে জয়ী।
ম্যাচসেরা: লিটন দাস।
Discussion about this post