ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সব মিলিয়ে রোববার ফের জমজমাট হয়ে উঠছে দেশের ক্রিকেটাঙ্গন! মিরপুরের শেরেবাংলায় শুরু হচ্ছে তিন দলের ওয়ানডে ক্রিকেট সিরিজ। যেখানে ডাবল লিগে লড়বে তামিম ইকবাল-মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত নেতৃত্বাধীন তিনটি দল।
বিসিবি প্রেসিডেন্টস কাপ ওয়ানডে টুর্নামেন্ট জমিয়ে তুলতে চেষ্টার কমতি রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। থাকছে পুরস্কারের ছড়াছড়ি। সব মিলিয়ে প্রাইজমানি থাকছে ৩৬ লাখ ৭৫ হাজার টাকা।
টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ দিন-রাতের। যা শুরু হবে দুপুর দেড়টা থেকে।
এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ১৫ লাখ টাকা। রানার্সআপ দলের জন্য থাকবে সাড়ে ৭ লাখ। ম্যান অব দা টুর্নামেন্ট পাবেন ২ লাখ টাকা।
প্রেসিডেন্টস কাপের সেরা বোলার, সেরা ব্যাটসম্যান ও সেরা ফিল্ডার, প্রত্যেকে পাচ্ছেন ১ লাখ টাকা করে। ফাইনালের ম্যাচ সেরার জন্য ১ লাখ টাকা পুরস্কার। প্রাথমিক পর্বের প্রতি ম্যাচের ম্যাচ সেরা ৫০ হাজার টাকা করে পাবেন।
এখানেই শেষ নয়, টুর্নামেন্টের ৭ ম্যাচের প্রতিটিতেই আলাদা করে থাকবে ম্যাচের সেরা ব্যাটসম্যান, সেরা বোলার ও সেরা ফিল্ডারের পুরস্কার। যাদের প্রত্যেকে পাবেন ২৫ হাজার টাকা করে। সব মিলিয়ে টাকার অঙ্কেও আকর্ষণ থাকছে টুর্নামেন্টে।
Discussion about this post