ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগামী ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞামুক্ত হবেন সাকিব আল হাসান। তাইতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইছে শ্রীলঙ্কা সফরেই এ অলরাউন্ডারকে দলে পেতে। কিন্তু তার আগে বেশ কিছু আনুষ্ঠানিকতা সারতে হবে এ বাঁহাতিকে।
গত ছয়মাস যুক্তরাষ্ট্রে থাকার পর দুইদিন আগে দেশে ফিরেছেন সাকিব। আপাতত কোয়ারেন্টিনে আছেন তিনি। তবে তার লক্ষ্য কিভাবে ফের জাতীয় দলের হারানো জায়গা ফিরে পাবেন। এজন্য আগামী ৫ আগষ্ট থেকে এ অলরাউন্ডারের অনুশীলন শুরু করার কথা রয়েছে বিকেএসপিতে।
জানা গেছে, কোয়ারেন্টিন শেষে বিকেএসপিতে সাকিব একা একাই ঝালিয়ে নেবেন নিজেকে। কিন্তু দুই সপ্তাহ কোয়ারেন্টিন পালন শেষে অনুশীলনের জন্য বিকেএসপিতে নামতে ১৬ সেপ্টেম্বর পেরিয়ে যাবে। তা হলে শ্রীলঙ্কা সফরে যোগদান কঠিন হয়ে যাবে সাকিবের জন্য। এমন পরিস্থিতিতে কী করবেন সাকিব? এমন কঠিন পরিস্থিতির বিষয়ে বিকেএসপির কোচ নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, ‘এ মুহূর্তে সাকিব করোনা টেস্ট করালেই এই কোয়ারেন্টিন ইস্যু আর থাকছে না। সে জন্য টেস্ট করিয়ে ফল নেগেটিভ হলে তো আর কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা নেই।’
সব কিছু ঠিক থাকলে আগামী ৫ সেপ্টেম্বর থেকে বিকেএসপিতে অনুশীলন শুরু করতে পারেন সাকিব। অর্থাৎ বিকেএসপি যাওয়ার আগে সাকিবকে অবশ্যই করোনা টেস্ট করাতে হবে। সেই টেস্টে নেগেটিভ রিপোর্ট আসতেও হবে। এ ব্যাপারে নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, ‘কোয়ারেন্টিনে দুই সপ্তাহ কাটালে আর সময় পাবেন না সাকিব। ১৭ সেপ্টেম্বরের আগে অনুশীলনের জন্য মাঠে নামতে পারছেন না। তখন শ্রীলংকায় দলের সঙ্গে যুক্ত হতে পারবেন না সাকিব। তাই এখন কোয়ারেন্টিন নয়, করোনা টেস্ট করিয়েই আগামী ৫ সেপ্টেম্বর থেকে বিকেএসপিতে নিবিড় অনুশীলনে নামতে হবে সাকিবকে।’
এরআগে গত বছর ম্যাচ ফিক্সিংস না করেও শুধুমাত্র জুয়াড়িদের কাছ থেকে পাওয়া প্রস্তাবের কথা গোপন করায় এক বছর আইসিসি থেকে নিষিদ্ধ হন সাকিব আল হাসান। যা শেষ হবে এ বছরের ২৯ অক্টোবর। মূলত এরপর থেকেই এ তারকার চেনা পরিবেশে ফেরার পথ খোলা থাকবে। এজন্য এখন থেকেই অনুশীলনের মাধ্যমে নিজেকে তৈরি করতে চান এ অলরাউন্ডার। সেদিকে অবশ্য পাখির চোখই থাকবে বিসিবির।
Discussion about this post