সময়টা দারুণ কাটছে রবিচন্দন অশ্বিনের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল হাতে রীতিমতো ঝড় তুলছেন এই স্পিনার। তাতেই সাকিব আল হাসানকে সরিয়ে আইসিসি টেস্ট অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন ভারতীয় এই তারকা ক্রিকেটার।
অবশ্য টি-টুয়েন্টি আর ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন যথারীতি সাকিব।
এই সিরিজে ৩১টি উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন অশ্বিন। তার পুরস্কার পেয়েছেন হাতে হাতে। আইসিসি টেস্ট অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন। এর আগে ২০১৩ সালে শীর্ষে উঠেছিলেন তিনি। তার রেটিং পয়েন্ট ৪০৬। ৩৮৪ পয়েন্ট নিয়ে এরপরই সাকিব। এরপরই আছেন স্টুয়ার্ট ব্রড, ভার্নন ফিল্যান্ডার এবং মিচেল স্টার্ক।
মুলত কম টেস্ট খেলার জন্যই পিছিয়ে পড়লেন সাকিব। এমনিতে খুব একটা টেস্ট পাচ্ছে না বাংলাদেশ! তাইতো সাদা পোশাকে ঝড় তোলা হচ্ছে না সাকিবের!
Discussion about this post