হঠাৎ করেই নির্বাচন ঘিরে সরগরম বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে কোন লড়াই হওয়ার কথা ছিল না, সেখানেই এখন উত্তাপ। খালেদ মাহমুদ সুজনকে চ্যালেঞ্জ জানিয়ে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন পত্র কিনলেন নাজমুল আবেদীন ফাহিম। পরিচালনা পরিষদে নির্বাচনের জন্য মনোনয়ন পত্র কিনলেন তিনি।
শনিবার মনোনয়ন পত্র কেনার শেষ দিনে মিরপুরে বিসিবি কার্যালয়ে আসেন ফাহিম। বিসিবির সাবেক এ কর্মকর্তা বর্তমানে বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে থেকে কাউন্সিলরশিপ পাওয়া নাজমুল আবেদীন নির্বাচন করবেন ক্যাটাগরি-৩ থেকে। যেখানে তার প্রতিপক্ষ সুজন।
কেন নির্বাচনের দৃশ্যপটে বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা এনিয়ে শনিবার মিরপুরে নাজমুল আবেদীন বলেন, ‘আগেও দুইবার কাউন্সিলর ছিলাম, বিসিবিতে আসার আগে, যখন বিকেএসপিতে ছিলাম। নির্বাচন করার আগেও সুযোগ হয়েছিল। আরেকজনের জন্য ত্যাগ স্বীকার করেছিলাম। আমার মনে হয় এতদিন কাজ করার পর আমার ভালো ধারণা আছে বাংলাদেশের ক্রিকেটের জন্য কি করা দরকার। সেটাতে দৃষ্টি রেখেই আমি মিড লেভেল কিছু কাজ করার চেষ্টা করেছি।’
বিসিবিতে বিভিন্ন মেয়াদে বিভিন্ন বিভাগে এর আগেও কাজ করেছেন নাজমুল আবেদীন ফাহিম। ছিলেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির ম্যানেজার হিসেবে। সেই দ্বায়িত্ব ছেড়ে বিকেএসপিতে চলে গিয়েছিলেন। এবার ফের ফেরার পথ তৈরি করেছেন তিনি। জানাচ্ছিলেন, ‘আমার সাথে সুজনের দেখা হয়েছে এবং তাকে আমি উইশ করেছি সেও আমাকে উইশ করেছে। আমি আশা করি একটা ভালো পরিবেশে নির্বাচনটা হবে। তার জন্য আমার শুভ কামনা থাকলো। তার অবদান নিয়েও সন্দেহ নেই।’
ফাহিম আরও বলেন, ‘দেখুন, সভাপতি (নাজমুল হাসান পাপন) কয়েকদিন আগেই বলেছেন, তিনি নতুন মুখ দেখতে চান, নতুন ধারণা চিন্তাভাবনা চান। আমি সুযোগ পেলে নতুন ভাবনা নিয়ে আসতে পারব। আসলে নতুন কিছু দিতে পারব যা বাংলাদেশের ক্রিকেটের জন্য কাজে লাগবে।’
নির্বাচনে ক্যাটাগরি-৩ এ ভোটার সংখ্যা ৪৩ জন যেখানে সাবেক অধিনায়ক, সাবেক ক্রিকেটার, বিভিন্ন সংস্থার ভোটাররা ভোট দিয়ে একজন পরিচালক নির্বাচিত করবেন। বিসিবির নির্বাচন আগামী ৬ অক্টোবর। ১৭১ কাউন্সিলর ভোট দিয়ে নির্বাচিত করবেন ২৫ জন বোর্ড পরিচালক।
Discussion about this post