ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জিম্বাবুয়ে থেকে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলেই দেশে ফেরার কথা ছিল মুশফিকুর রহিমের। দেশ ছাড়ার আগেই ছুটি নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে। কিন্তু সেই সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হলেন তিনি। এই উইকেট কিপার ব্যাটসম্যান খেলছেন জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে। সিদ্ধান্ত পাল্টেছেন জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে থাকার জন্যই নিজের সিদ্ধান্ত পরিবর্তন করলেন মুশফিক। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে এমন তথ্য জানালেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
নির্বাচক কমিটির প্রধান মঙ্গলবার বলেন, ‘দেখুন, মুশফিক তার মত বদলেছে। ও এখন জৈব সুরক্ষা বলয়ে থাকতে চায়। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে খেলার জন্য উন্মুক্ত রেখেছে নিজেকে। এ অবস্থায় ও যদি এখন ওয়ানডে খেলে জৈব সুরক্ষা বলয় থেকে বের হয়ে যায়। তাহলে তার জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের বলয়ে মানিয়ে নেওয়া কঠিন হবে বলে মনে করছে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে যারা দলে থাকবেন তাদের থাকতে হবে ১০ দিনের কোয়ারেন্টাইনে। সরাসরি জিম্বাবুয়ে থেকে দেশে কোয়ারেন্টাইনে ঢুকে যাবে ক্রিকেটাররা। এ অবস্থায় মুশফিক যদি ছুটিতে দেশে ফিরে তাহলে সিরিজে থাকা সম্ভব হবে না।
সব কিছু ঠিক থাকলে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশে আসবে আগামী ২৯ জুলাই। সেদিনই বাংলাদেশ ক্রিকেট দলও জিম্বাবুয়ে থেকে ফিরবে দেশে। দুই দলই ঢুকে যাবে জৈব সুরক্ষা বলয়ে।
অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশের সঙ্গে খেলবে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। ৮ থেকে ৯ দিনের মধ্যে এই পাঁচটি ম্যাচ খেলবে তারা বাংলাদেশ ছাড়বে।
Discussion about this post