ভারত সফরে দলের সঙ্গে থাকবেন মুস্তাফিজুর রহমান। এমন গুঞ্জন ছিল বেশ কিছুদিন ধরেই। ইনজুরি কাটিয়েও উঠেছিলেন রহস্যময় এই পেস বোলার। কিন্তু বুধবার একমাত্র সেই টেস্টের জন্য যে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে সেখানে নেই কাটার মাস্টার। মুশফিকুর রহীম ব্যাপারটাকে স্বাভাবিক ভাবেই দেখছেন। ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া সেই টেস্টে মুস্তাফিজকে না রাখার সিদ্ধান্তটাকে ইতিবাচক হিসেবে দেখছেন টেস্ট অধিনায়ক।
মিরপুরের হোম অব ক্রিকেটে বুধবার বলেন, ‘দেখুন, মুস্তাফিজ বাংলাদেশ ক্রিকেটের সম্পদ। তাকে আমরা তিন ফরম্যাটেই খেলাতে চাই। কিন্তু ইনজুরিতে থেকে সেরে উঠতে হবে ওকে। তাছাড়া খেলালে ক্যারিয়ারটাই শঙ্কায় পড়ে যাবে। আমি তো মুস্তাফিজকে অবশ্যই মিস করবো। তবে এটা ওর এবং দল সবার জন্যই ভাল সিদ্ধান্ত হয়েছে।কারণ এবছর আমাদের অনেক সিরিজ রয়েছে। যেখানে ওকে খুব বেশি করে দরকার আমাদের।’
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও ঠিক একই কথা শোনালেন। বুধবার দল ঘোষণা করতে এসে তিনি বলেন, ‘আমরা দ্বায়িত্বশীল সবার সঙ্গে কথা বলে এ সিদ্ধান্ত নিয়েছি। ইনজুরি সেরে গেলেও মানসিকভাবে টেস্ট খেলার মতো অবস্থায় নেই। সামনের বিসিএলে ওকে যে কোনো এক রাউন্ডে খেলানোর কথা ভাবছি। মুস্তাফিজ আমাদের সম্পদ। তাকে ধীরে ধীরে সুস্থ করতে হবে।সামনে অনেকগুলো ম্যাচও আছে। আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি সের উঠবে।’
সবকিছু ঠিক থাকলে আসছে শ্রীলঙ্কা সফরে দলের সঙ্গে দেখা যেতে পারে মুস্তাফিজকে। মুশফিক বললেন, ‘ভারতে আমাদের মাত্র একটা টেস্ট। এরপর শ্রীলঙ্কায় লম্বা সফর। আমি সেই সফর থেকেই ফিট মুস্তাফিজকে চাইছি।’
এখন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগে মুস্তাফিজকে খেলানো হবে। তার আগে বৃহস্পতিবার সকালেই ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সেখানে ৫ ফেব্রুয়ারি থেকে দু’দিনের একটি প্রস্তুতি ম্যাচ। তারপর ৯ ফেব্রুয়ারি শুরু সেই টেস্ট!
বাংলাদেশ দল
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, তাইজুল ইসলাম, শুভাশীষ রায় চৌধুরী, সৌম্য সরকার, লিটন কুমার দাস, শফিউল ইসলাম।
Discussion about this post