সূচিতে বদল এসেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে। দুই দলের মধ্যকার টি-টুয়েন্টি সিরিজ ২৩ জুলাইয়ের পরিবর্তে শুরু হবে ২২ জুলাই। নতুন সূচিতে পরের দুই ম্যাচ যথাক্রমে ২৩ ও ২৫ জুলাই। আগের সূচিতে ম্যাচ তিনটি ছিল ২৩, ২৫ ও ২৭ জুলাই ।
মূলত লজিস্টিক সমস্যায় পড়েই এই পরিবর্তন। বিপাকে পড়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে সিরিজের সম্প্রচারক প্রতিষ্ঠান। এ কারণেই দুই দেশের টি-টুয়েন্টি সিরিজের সূচিতে এই পরিবর্তন। এ দিন এগিয়ে আনা হয়েছে ৩ ম্যাচের সিরিজ। এক বিবৃতিতে সিরিজের সূচিতে বদল আনার ঘোষণা দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট। বিসিবির সঙ্গে আলোচনার পর দুই বোর্ডের সম্মতিতেই নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত।
এর অর্থ ঈদের পর দিন, মানে বৃহস্পতিবার শুরু হবে জিম্বাবুয়ের সঙ্গে ২০ ওভারের লড়াই। নতুন সূচিতে পরের দুটি ম্যাচ শুক্র ও রোববার।সব ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।
চলতি সফরে একমাত্র টেস্ট ম্যাচটিজেয় তুলে নিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক আগেই জিতেছে তামিম ইকবালের দল। সব মিলিয়ে ভাল কাটছে সফর।
Discussion about this post