সোনার ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো এক জয়! তিন ফরম্যাট মিলিয়ে নিউজিল্যান্ডে টানা ৩২ ম্যাচ হারার পর ধরা দিল সোনার হরিণ, একটা জয়। দেশে ও বাইরে মিলিয়ে এটিই কিউইদের বিপক্ষে টেস্ট বাংলাদেশের প্রথম জয়। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে বুধবার ৮ উইকেটে জিতেছে টাইগাররা। তবে এই জয়ের পরও মাটিতে পা থাকছে মুমিনুল হকদের।
চোখ এখন ক্রাইস্টচার্চ টেস্টে। সেখানে ইতিবাচক ক্রিকেট খেলতেই এই সাফল্য এখন ভুলে যেতে চান বাংলাদেশ অধিনায়ক। এক জয়ে অর্ধেক কাজ শেষ, এবার আরেকটা জয় তুলে নিতে চান তিনি।
তবে এই অর্জন যে অনন্য সেটা বুঝতে পারছেন মুমিনুল। নিউজিল্যান্ডের তাদের মাটিতে ছিল অজেয়। টানা ১৭ ম্যাচের অজেয় যাত্রা থামল তাদের।
অবশ্য মুমিনুল এসব ভাবছেন না। তার চোখ রোববার শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আজকে আমি এই জয় ভুলে যেতে চাই আর ক্রাইস্টচার্চে পরের টেস্টে নজর দিতে চাই। গত ২ বছরে টেস্টে আমরা ভালো করিনি। পরের ধাপে যেতে এরকম জয়, এই ম্যাচ জয়টা জরুরি ছিল।’
মুমিনুল আরও যোগ করলেন, ‘দলীয় প্রচেষ্টায় এসেছে এই জয়। সবাই জিততে মরিয়া ছিল। সব বিভাগে সবাই নিজেদের মেলে ধরেছে। দারুণ টিম ওয়ার্ক ছিল।’
অধিনায়ক হিসেবেও ক্যারিয়ারের সেরা সাফল্যটা পেলেন মুমিনুল। সাকিব আল হাসান নিষিদ্ধ হওয়ার পর আচমকা টেস্ট দলের নেতৃত্ব পান মুমিনুল। এরপর ১১ ম্যাচে জয় ছিল মাত্র দুটি, তাও আবার জিম্বাবুয়ের বিপক্ষে। একটি ছিল ড্র, শ্রীলঙ্কার বিপক্ষে। এরমধ্যে আট হারের চারটি ছিল ইনিংস ব্যবধানে। সেই ধাক্কা সামলে উঠে এবার এসেছে স্বস্তির আর গর্বের এক জয়!
Discussion about this post