উইকেটে থিতু হলেন, কিন্তু রানের দেখা মিলল না। এরপর বোলারদেরও স্বল্প পুঁজি নিয়ে করা হলো না কিছু। এটাই বিশ্বকাপের আগে প্রথম অফিসিয়াল টি-টুয়েন্টি ম্যাচে বাংলাদেশ দলের দৃশ্যপট। সব মিলিয়ে শুরুটা কিছুতেই ভাল বলা যাচ্ছে না। টি-টুয়েন্টি বিশ্বকাপে গত মঙ্গলবার নিজেদের প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ৪ উইকেটে হারল বাংলাদেশ।
অবশ্য শুরুতে ব্যাটসম্যানরা গড়তে পারেননি বড় সংগ্রহ। ১৪৮ রানের লক্ষ্য শ্রীলঙ্কা পূরণ করে ৬ বল বাকি থাকতেই। অস্বস্তির খবর সৌম্য সরকার ছাড়া তেমন কেউ রান পেলেন না। ওমান ‘এ’ দলের পর শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট কথা বললেও এবার পারলেন না মুশফিকুর রহিম।
সৌম্য সরকারের ব্যাট থেকে আসে ৩৪। লিটন দাস ও মোহাম্মদ নাঈম শেখ থামেন ৩১ রানে। আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচে এরপর শেষ ৯ ওভারে শ্রীলঙ্কার জিততে দরকার ছিল ৭৩ রান। সেটা দক্ষতার সঙ্গেই করে নেয় তারা।
এই লড়াইয়ে বাংলাদেশ জয়ে শুরু করতে পারেনি। অবম্য অনুশীলন ম্যাচ তো এমনই, যেখানে নিজেদের দেখে নেওয়ার একটা সুযোগ থাকে। সেই কাজটাই করেছে টাইগাররা।
এবার ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর ১৭ অক্টোবর আসল লড়াই শুরু। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ড।
১৯ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ ওমান। তারপর ২১ অক্টোবর বাংলাদেশ লড়বে পাপুয়া নিউ গিনির সঙ্গে। এই বৈতরনী পার হলে বিশ্বকাপের সুপার ১২তে খেলবে টাইগাররা। সেই মিশন শুরুর আগে এখন প্রস্তুতির পালা লাল-সবুজের প্রতিনিধিদের।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ২০ ওভারে ১৪৭/৭ (নাঈম ১১, লিটন ১৬, সৌম্য ৩৪, মুশফিক ১৩, আফিফ ১১, সোহান ১৫, শামীম ৫, মেহেদি ১৬*, তাসকিন ৪*; চামিকা ২-০-১১-০, চামিরা ৪-০-২৭-৩, কুমারা ৪-০-২৪-১, মাহিশ ৪-০-৩১-১, হাসারাঙ্গা ৪-০-২৪-১, শানাকা ২-০-১৭-১)
শ্রীলঙ্কা: ১৯ ওভারে ১৪৮/৬ (কুশল পেরেরা ৪, নিশানকা ১৫, চান্দিমাল ১৩, আভিশকা ৬২*, হাসারাঙ্গা ৭, রাজাপাকসে ০, শানাকা ৭, চামিকা ২৯*; তাসকিন ৪-০-২৫-১, নাসুম ৪-০-৩৪-০, মেহেদি ৩-০-২২-১, শরিফুল ৪-০-৪১-১, সৌম্য ৩-০-১২-২, আফিফ ১-০-৮-০)
Discussion about this post