বাজিমাত। যেখানে পুরুষ দল একের পর এক হারছে সেখানে প্রথম ম্যাচেই চমক জাগানো এক জয় উপহার দিলেন বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ বাছাই শুরু করল টাইগ্রেসরা। হারারেতে রোববার ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ৩ উইকেটে জয় পেলো বাংলাদেশ নারী দল।
পাকিস্তানের ২০১ রানের বড় লক্ষ্য ২ বল হাতে রেখেই টপকে যায় মেয়েরা। এর আগে ২০১৯ সালের ৪ নভেম্বর পাকিস্তান সফরে দুই ম্যাচ সিরিজের শেষ ম্যাচে ২১১ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশ জিতেছিল ১ উইকেটে।
হারারের ওল্ড হারারিয়ান্সে রোববার পাওয়া জয়টি ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের এটি দ্বিতীয় সর্বোচ রান তাড়া করে জয়।
নারীরা দুর্দান্ত খেললেন। কঠিন সমীকরণ মিলিয়ে ফেললেন দারুণভাবে। বাংলাদেশের শেষ ১০ ওভারে দরকার ছিল- ৮৯। হাতে ৬ উইকেট। শেষটাতে রুমানা ও সালমা খাতুনের ব্যাটে ধরা দেয় জয়। শেষ ২৪ বলে ৪১ রান তুলে দলকে পাইয়ে দেন মনে রাখার মতো এক জয়। রুমানা ৪৪ বলে ৫০। ১৩ বলে ১৮ করে অপরাজিত সালমা। ম্যাচসেরা রুমানা।
ম্যাচে বাংলাদেশের সফল বোলার নাহিদা। ২৫ রানে তুলে নেন ২ উইকেট। সমান উইকেট নেন রিতু।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়বে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ জিম্বাবুয়ে ও থাইল্যান্ড। বলা দরকার, বাংলাদেশ এখন পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলতে পারেনি। এবার যদি লক্ষ্য পূরণ হয়!
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান নারী দল: ৫০ ওভারে ২০১/৭ (মুনিবা ২২, আয়েশা ৬, জাভেরিয়া ১২, ওমাইমা ০, নিদা ৮৭, আলিয়া ৬১*, ফাতিমা ৫, দিয়ানা ১*; জাহানারা ৮-০-৪০-০, সালমা ১০-২-৩২-১, রিতু ৯-০-৩৬-২, নাহিদা ১০-১-২৫-২, রুমানা ৮-০-৪০-১, ফাহিমা ৩-০-১৩-০, লতা ২-০-১৩-০)
বাংলাদেশ নারী দল: ৪৯.৪ ওভারে ২০২/৭ (মুরশিদা ৯, শারমিন ৩১, ফারজানা ৪৫, নিগার ৪, রুমানা ৫০*, রিতু ৩৩, লতা ০, ফাহিমা ০, সালমা ১৮*; আনাম ১০-১-৩০-১, দিয়ানা ৮-০-৪১-০, ফাতিমা ৪.৪-০-৩৫-১, নাশরা ১০-২-২৪-২, নিদা ১০-১-১৭-১, ওমাইমা ৭-০-৪৪-২)
ফল: বাংলাদেশ ৩ উইকেটে জয়ী
ম্যাচসেরা: রুমানা আহমেদ
Discussion about this post