ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
যুবাদের সামনে এবার নতুন মিশন। কঠিন মিশন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকায় হতে যাওয়া বিশ্বকাপে দলের নেতৃত্বে আছেন উইকেটকিপার-ব্যাটসম্যান আকবর আলী। তার ডেপুটি মিডল অর্ডার ব্যাটসম্যান তৌহিদ হৃদয়।
তবে দলে বড় চমক জায়গা হয়নি লেগ স্পিনার রিশাদ হোসেনের। ১৫ সদস্যের দলে নির্বাচকরা স্পিনে ভরসা রাখলেন রকিবুল হাসান ও হাসান মুরাদে। দক্ষিণ আফ্রিকার উইকেটে পেসাররাই পাবে বাড়তি সুবিধা। এ কারণে পেসার হিসেবে দলে আছেন তানজিম হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, শরিফুল ইসলাম, অভিষেক দাস ও শাহিন আলম।
দলের ওপেনিংয়ে তানজিদ হাসানের সঙ্গে পারভেজ হোসেন ও প্রান্তিক নওরোজ। সঙ্গে ব্যাটিংয়ে তৌহিদ হৃদয়, মাহমুদুল হাসান, শাহাদাত হোসেন, শামীম হোসেন ও আকবর আলী।
যুব বিশ্বকাপ লড়াইয়ে অংশ নিতে ৩ জানুয়ারি দেশ ছাড়বে বাংলাদেশের যুবারা। ১৩ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ।
টুর্নামেন্টে ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ১৮ জানুয়ারি প্রতিপক্ষ জিম্বাবুয়ে। ২১ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে লড়াই। ২৪ জানুয়ারি গ্রুপে পাকিস্তানের সঙ্গে ম্যাচ। তিনটি ম্যাচই পচেফস্ট্রুমে।
আগামী ১৭ জানুয়ারি শুরু হবে বিশ্বকাপ। চলবে ৯ ফেব্রুয়ারি অব্দি।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
আকবর আলী (উইকেটকিপার, অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, প্রান্তিক নওরোজ, মাহমুদুল হাসান, শাহাদাত হোসেন, শামীম হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান, অভিষেক দাস, শরিফুল ইসলাম, শাহিন আলম, রকিবুল হাসান ও হাসান মুরাদ।
অপেক্ষমান: অমিত হাসান, মেহরাব হাসান, আশরাফুল ইসলাম, মিনহাজুর রহমান, রুহেল মিয়া, আসাদউল্লাহ গালিব
Discussion about this post