ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সিনিয়রদের মতো এবার জুনিয়র টাইগাররাও ব্যস্ত হয়ে পড়ছে। সামনেই যুব এশিয়া কাপ ক্রিকেট। বাংলাদেশে আগামী সেপ্টেম্বরে শুরু হবে এই লড়াই। এই টুর্নামেন্টের জন্য২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে জায়গা পেয়েছেন লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন। তাকে বলা হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের আগামীর তারকা।
যুব বিশ্বকাপে খেলা তৌহিদ হৃদয় ডাক পেয়েছেন ঘোষিত ২৩ সদস্যের প্রাথমিক দলে।
এশিয়া কাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বন্দরনগরী চট্টগ্রাম ও পর্যটন শহর কক্সবাজারে। এ কারণেই ৩০ অগাস্ট থেকে চট্টগ্রামে শুরু হবে যুবাদের প্রস্তুতি। চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। তারপরই ঘোষণা করা হবে চূড়ান্ত দল।
ভবিষ্যতের জাতীয় দলের ক্রিকেটাররা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতেই লড়বে। তার আগে প্রস্তুত করে নিতেও মিলেছে পর্যাপ্ত সময়।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল-
প্রান্তিক নওরোজ, সাজিদ হাসান, প্রিতম কুমার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, মাহমুদুল হাসান জয়, অমিত হাসান, শামিম পাটোয়ারি, আকবর আলী, রকিবুল হাসান, মিনহাজুর রহমান, নাঈম হাসান সাকিব, শাহাদাত হোসেন দিপু, রিশাদ হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, অভিষেক দাস অরন্য, তানজিল হোসেন সাকিব, রুয়েল আহমেদ, শরিফুল ইসলাম, আসাদুল্লাহ হিল গালিব, শাহিন আলম ও মেহেদী হাসান।
Discussion about this post