ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনার সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করছেন সবাই। এ অবস্থায় ক্রিকেটাররাও ফিরেছেন মাঠে। সব ঠিক থাকলে যুব ক্রিকেটারদের ক্যাম্প শুরু হবে সামনের ২২ আগস্ট থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলেপমেন্টের আয়োজনে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপিতে) চলবে চার সপ্তাহের ক্যাম্প। যেখানে মোট ৪৫ জন ক্রিকেটার অংশ নেবেন।
জানা গেল- তিন গ্রুপে ভাগ করে এ ক্যাম্প অনুষ্ঠিত হবে। আর প্রতিটি গ্রুপ ক্যাম্পে যোগ দেওয়ার দিতে হবে করোনা টেস্ট। নেগেটিভ রিপোর্ট পেলেই তারা যেতে পারবেন ক্যাম্পে।
বিসিবি নির্বাচিত ৪৫ ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ রেখেছে। মূল ক্যাম্প ২২ আগস্ট থেকে শুরু হলেও ১৫ আগস্ট থেকে ক্রিকেটারদের মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রিপোর্ট করতে হবে তাদের।
গ্রুপ ‘১’-এ থাকা ১৫ ক্রিকেটার ১৫ আগস্ট মিরপুরে রিপোর্টিং করবেন। পরদিন তাদের কোভিড-১৯ টেস্ট। কোভিড-১৯ টেস্টে নেগেটিভ হওয়া ক্রিকেটাররাই ১৭ আগস্ট যাবেন বিকেএসপিতে। গ্রুপ ‘২’-এ থাকা ক্রিকেটাররা ১৭ আগস্ট মিরপুরে রিপোর্ট করবেন। পরের দিন তাদের কোভিড-১৯ টেস্ট। তারা বিকেএসপিতে যোগ দেবেন ১৯ আগস্ট। গ্রুপ ‘৩’-এ থাকা ক্রিকেটাররা ১৯ আগস্ট মিরপুরে রিপোর্ট করবেন। ২০ আগস্ট কোভিড-১৯ পরীক্ষা শেষে ২১ আগস্ট তারা যাবেন বিকেএসপিতে।
যুবাদের ৪ সপ্তাহের এ ক্যাম্প শেষ হবে ১৮ সেপ্টেম্বর। এরপরই বেছে নেওয়া হবে মূল অনূর্ধ্ব-১৯ দল।
যুবাদের ক্যাম্পে জায়গা পেলেন যারা-
গ্রুপ ১: মুশফিক হাসান, আরিফ আহমেদ অনিক, ফাহিম হাবিব মোর্শেদ, মো: হাবিবুর রহমান, সানজিদুর রহমান, বায়েজিদ মিয়া, শাহরিয়ার আলম মাহিন, মুস্তাকিম মিয়া, আশিকুর রহমান আশিক, মহিউদ্দিন তারেক, আহসান হাবিব লিওন, নাইমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম, মো: আশরাফুল হাসান রোহান ও হাসিব হাওলাদার।
গ্রুপ ২: অনিক চাখি, অনিক সরকার সেতু, ইমন আলী, মফিজুল ইসলাম রবিন, হৃদয় দেব, ফারদিন খান, ইফতেখান হোসেন ইফতি, হাবিবুর রহমান মুন্না, প্রান্তিক নওরোজ নাবিল, গোলাম কিবরিয়া, মাহফুজুর রহমান রাব্বি, মো: জিল্লুর রহমান, আবু বক্কর আহমেদ, জাকারিয়া ইসলাম শান্ত ও আরাফাত ইসলাম।
গ্রুপ ৩: সাকিব শাহরিয়ার, সোহাগ আলী, মেহরাব হোসেন অনিম, আব্দুল্লাহ আল মামুন, খালেদ হাসান, আইচ মোল্লা, সাগর আহমেদ, রিহাদ খান, সিয়াম আল সাকিব, শাহরিয়ার সাকিব, শাওন কাজী সুমন, মিজবাহ আহমেদ, মাকসুদুর রহমান, লিমন হোসেন ও মঈনুল হাসান।
Discussion about this post