আমেরিকা মানেই যেন বেসবল আর বাস্কেটবলের স্বর্গ রাজ্য। দেশটিতে খেলা দুটির জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। এবারের সেখানেই কীনা ২০ ওভারের ক্রিকেটের বিশ্বসেরার লড়াই। মানে টি-টুয়েন্টি বিশ্বকাপ!
এমনিতে যুক্তরাস্ট্রের ক্রিকেট একেবারেই অপ্রচলিত। তাই প্রভাবশালী দেশটিতে আইসিসি ক্রিকেট ছড়িয়ে দিতে চাইছে।
অবশ্য কিছুদিন আগেই আমেরিকায় শচীন-ওয়ার্নদের লিগ বেশ জনপ্রিয়তা পেয়েছিল। তাইতো আইসিসির গ্লোবাল ডেভলপমেন্ট বিভাগের প্রধান টিম অ্যান্ডারসন বললেন, ‘ক্রিকেটকে যে ভাবে এগিয়ে নিতে যেতে চাইছি, সেভাবে যদি চলতে পারি, ভবিষ্যতে আমেরিকায় টি-টুয়েন্টি বিশ্বকাপের আসর বসবে।’
Discussion about this post