ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চলছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। যেখানে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লড়ছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন উম্মে আহমেদ শিশির। ক্রিকেটপ্রেমীদের কাছে এই নামটি অপরিচিত নয়। তিনি সাকিব আল হাসানের স্ত্রী।
শিশির মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। অনেকদিন ধরেই সপরিবারে থাকছেন দেশটিতে। সেই ২০১২ সালে তারকা ক্রিকেটার সাকিবের সঙ্গে সংসার শুরু করেছেন তিনি। তারপরও ঠিকানাটা যুক্তরাষ্ট্রেই আছেন। সাকিব নিজেও সময় পেলে ছুটে যান দেশটিতে। এখন তিনি পরিবারের সঙ্গে রয়েছেন যুক্তরাষ্ট্রেই।
এইতো মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিলেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির।
নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে ভেরিফাইড ফেসবুক টাইমলাইনে একটি ছবিও দিলেন সাকিব পত্নী। যেখানে ক্যাপশনে লিখলেন, Election Day #IVoted2020 #wisconsin ।
এটা তো অনেকেরই জানা সাকিবের স্ত্রী শিশিরের বেড়ে উঠেছেন আমেরিকাতেই। তার জন্ম অবশ্য ১৯৮৯ সালে বাংলাদেশের নারায়ণগঞ্জে। তার বাবা মমতাজ আহমেদ ব্যাংকে কর্মরত ছিলেন। ১৯৯৮ সালে ডিভি লটারি জিতে যুক্তরাষ্ট্রে চলে যায় তার পরিবার। দেশটির নাগরিকও বনে গেছেন সবাই।
শিশির নিজেও পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রে। সেখানে মিনেসোটা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তিনি। তবে সাকিবকে অনুপ্রেরণা দিতে পাশেই থাকছেন। আর দুই কন্যাকে নিয়ে কেটে যায় ব্যস্ত সময়।
Discussion about this post