ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এখন তিনি নির্বাসিত এক ক্রিকেটার। জুয়াড়িদের ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় একবছরের জন্য নিষিদ্ধ সাকিব আল হাসান। এই সময়টাতেও বেশ ব্যস্ত নাম্বার ওয়ান অলরাউন্ডার। সেবামূলক কাজে দেশে ও বিদেশে ঘুরে বেড়াচ্ছেন এ মহা তারকা। গত ৭ মার্চ তিনি থাকলেন যুক্তরাজ্যে মুসলিম চ্যারিটি’র একটি অনুষ্ঠানে। সেখানে বসবাসরত অসংখ্য ভক্ত ও মুসলিম চ্যারিটিকে সহায়তায় এগিয়ে আসা অসংখ্য ডোনারদের সঙ্গে সময় কাটালেন সাকিব।
‘চিলড্রন অফ দ্য ওয়ার্ল্ড’ প্রকল্প বিষয়ে সবাইকে অবহিত করতে একটি অনুষ্ঠানের আয়োজন করে যুক্তরাজ্যে মুসলিম চ্যারিটি। সেই আয়োজনে ভক্তদের সাথে সাক্ষাৎ, প্রশ্নের উত্তর এবং ছবি তোলার পর্বে অংশ নেন সাকিব। প্রিয় ক্রিকেটারকে পেয়ে উচ্ছ্বসিত হয়ে উঠে ভক্তরা।
এই অনুষ্ঠানে সাকিবের সঙ্গে উপস্থিত ছিলেন এসেক্স ক্রিকেট বোর্ডের পরিচালক জাওর আলী। ক্যাপিটাল কিড্স ক্রিকেট চেয়ার শহীদুল আলম রতন।
জমকালো অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাকিব। এ সময় তিনি বলেন, ‘লন্ডনে এসে এই জাতীয় দাতব্য অনুষ্ঠানের অংশ হতে পেরে আমি আনন্দিত। আমি বাংলাদেশের অসচ্ছল শিশুদের সহায়তা দেওয়ার ক্ষেত্রে দাতব্য সংস্থা কী করছে তার উপস্থাপনা দেখেছি এবং আমি গর্বিত বোধ করছি। আমি এই সংস্থার সাথে কাজ করতে আগ্রহী।’
সাকিব আরও বলেন, ‘এই আয়োজনে আজকে উপস্থিত আপনাদের সকলের মাধ্যমে আমি অনুপ্রানিত। আর এজন্য আপনাদের সবাইকে আমি সত্যিকারের নায়ক হিসেবে উপলব্ধি করতে চাই।’
জানা গেল-যুক্তরাজ্যে আগামী ২৬শে মার্চ একটি ক্রিকেট ম্যাচও খেলবেন সাকিব আল হাসান। পেশাদারি ক্রিকেটে ফিরতে চলতি বছরের অক্টোবর পর্যন্ত অপেক্ষায় থাকতেই হচ্ছে সাকিবের।
এই অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণে মুসলিম চ্যারিটির হারুন রশিদ বলছিলেন, ‘পরিবর্তন আনার লক্ষে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় দৃষ্টি রয়েছে। আমরা বার্তাটি ছড়িয়ে দিতে চাই এবং সে কারণেই আমরা আমাদের অতিথিদের কাছ থেকে সাধারণত যেমন টাকা পয়সা সংগ্রহ করতে আসি না। আমরা যা চাই তা হলো প্রত্যেকের দৃষ্টিভঙ্গি পর্যবেক্ষণ করা এবং এটি বিশ্বের সাথে ভাগ করে নেওয়া। আমরা সবচেয়ে দুর্বলদের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
Discussion about this post