দ্বিতীয় ম্যাচেও একই দৃশ্যপট। ব্যাটাররা ব্যর্থ। বাংলাদেশও এলেমেলো! একদিকে জেসন রয়ের বীরত্বগাথা, অন্যদিকে তামিম ইকবালের ম্যাড়ম্যাড়ে ব্যাটিং! তার পথ ধরে বড় হার টাইগারদের।
মিরপুরে শুক্রবার জেসন রয়ের ১২৪ বলে ১৩২ রানের ইনিংসে দ্বিতীয় ওয়ানডেতে ৩২৬ রানের বিশাল পুঁজি পায় ইংল্যান্ড। তারপর তামিমের ৬৫ বলে ৩৫ রানের ইনিংস বুঝিয়ে দেয় আজ হচ্ছে না। ১৯৪ রানে অলআউট দল। ১৩২ রানের হারে সিরিজটাও হারায় স্বাগতিকরা। ২০১৬ সালের পর ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ দল। শেষবার এই ইংলিশদের কাছেই ওয়ানডে সিরিজ হেরেছিল টাইগাররা।
ছুটির দিনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শততম ওয়ানডে ছিল বাংলাদেশের। তিন ফরম্যাট মিলিয়ে এই মাঠের ২০০তম ম্যাচ ছিল এটি। সেই ম্যাচে বাংলাদেশ ব্যাট-বল দুটোতেই ব্যর্থ।
ইংল্যান্ডের জয়ের নায়ক জেসন রয়। ১৮ চার ও ১ ছক্কায় ১২৪ বলে তিনি করেন ১৩২ রান। জস বাটলার ৬৪ বলে করেন ৭৬ রান। মঈন আলি ৩৫ বলে ৪২ আর স্যাম কারান অপরাজিত ১৯ বলে ৩৩ রানে। এরপর নেমে যারপরনাই ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা।
ইনিংসের চতুর্থ বলে আউট লিটন কুমার দাস। পরের বলে ফেরেন নাজমুল হোসেন শান্ত। ওয়ানডেতে লিটনের এটি তৃতীয় ‘গোল্ডেন ডাক’। মুশফিকুর রহিমও ফেরেন এরপর। টানা ৭ ওয়ানডে ইনিংসে ব্যর্থ তিনি। ৩ উইকেটে ৯ রান শেষ।
এরপর তামিম ও সাকিব সম্ভাবনা জাগিয়ে ফেরেন। দু’জন গড়েন ১১১ বলে ৭৯ রানের জুটি। সাকিব ৬৯ বলে ৫৮ রান করে ফেরেন। তামিম ৩৫ রানে আউট। মাহমুদউল্লাহ ৪৯ বলে ৩২ রানে আউট।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৫০ ওভারে ৩২৬/৭ (রয় ১৩২, সল্ট ৭, মালান ১১, ভিন্স ৫, বাটলার ৭৬, জ্যাকস ১, মইন ৪২, কারান ৩৩, রশিদ ৬*; সাকিব ১০-০-৬৪-১, তাইজুল ১০-০-৫৮-১, তাসকিন ১০-০-৬৬-৩, মুস্তাফিজ ১০-০-৬৩-০, মিরাজ ১০-০-৭৩-০)
বাংলাদেশ: ৪৪.৪ ওভারে ১৯৪ (তামিম ৩৫, লিটন ০, শান্ত ০, মুশফিক ৪, সাকিব ৫৮, মাহমুদউল্লাহ , আফিফ ২৩, মিরাজ ৭, তাসকিন ২১, তাইজুল ১*, মুস্তাফিজ ০; কারান ৬.১-১-২৯-৪, সাকিব ৯-০-৪১-০, উড ৪-০-১৪-০, জ্যাকস ৬-০-২৭-০, মইন ৯-২-২৭-১, রশিদ ১০-০-৪৫-৪)
ফল: ইংল্যান্ড ১৩২ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ইংল্যান্ড ২-০তে এগিয়ে
ম্যাচসেরা: জেসন রয়
Discussion about this post