এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলছেন ব্রেন্ডন ম্যাককালাম।নিউজিল্যান্ডের সাবেক এ অধিনায়ক খেলবেন রংপুর রাইডার্সে। বৃহস্পতিবার খবরটি জানালেন দলটির সিইও ইশতিয়াক সাদেক। যদিও দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি-টুয়েন্টি লিগে খেলার কথা ছিল ম্যাকালামের। সেই টুর্নামেন্টি এখন হচ্ছে না। যে কারণে নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান নাম লেখালেন বিপিএলে। জানা গেছে আগামী ১৫ নভেম্বর থেকে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
ম্যাককালাম আন্তর্জাতিক ক্রিকেট থেকে এরইমধ্যে অবসর নিয়েছেন। অবশ্য ফ্রাঞ্চাইজি টি-টুয়েন্টি টুর্নামেন্টগুলোতে নিয়মিত খেলে যাচ্ছেন তিনি। সম্প্রতি ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট টি-টুয়েন্টি ব্ল্যাস্ট ও ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন তিনি।
শ্রীলঙ্কান তারকা পেসার লাসিথ মালিঙ্গা ও ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ক্রিস গেইলকে দলে নিয়েছে রংপুর। দলটির নেতৃত্বে দেখা যাবে মাশরাফি বিন মুর্তজাকে।
এক নজরে রংপুর রাইডার্স-
দেশি: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, সোহাগ গাজী, শাহরিয়ার নাফিস, নাজমুল হোসেন অপু, জিয়াউর রহমান, ফজলে রাব্বি, আবদুর রাজ্জাক, ইবাদত হোসেন, ইলিয়াস সানি, নাহিদুল ইসলাম, জহির খান, শামসুর রহমান।
বিদেশি: রবি বোপারা, ডেভিড উইলি, স্যামুয়েল বদ্রি, জনসন চার্লস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, অ্যাডাম লিথ, ক্রিস গেইল, শামিউল্লাহ শেনওয়ারি, স্যাম হেইন, লাসিথ মালিঙ্গা ও ব্র্যান্ডন ম্যাককালাম।
Discussion about this post