ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সারাবিশ্বের মতো বাংলাদেশও মেতেছে ক্রিকেট বিশ্বকাপের উন্মাদনায়। শুরু থেকেই দুর্দান্ত খেলা উপহার দিয়ে দেশবাসীর প্রশংসায় ভাসছে বাংলাদেশ ক্রিকেট দল। সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের বিভিন্ন অঙ্গণের তারকারাও বুঁদ হয়ে গিলছেন চার-ছক্কার সুধা। সবকিছু শিকেয় তুলে টিভি সেটের সামনে কাটিয়ে দিচ্ছেন বড় একটা সময়। ক্রিকেট উপভোগে ব্যস্ত তারকাদের মধ্যে অন্যতম ছোটপর্দার জনপ্রিয় তারকা অভিনেত্রী মৌসুমী হামিদ। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দলের দুর্জয় টাইগারদের বন্দনায় মেতে খবরের শিরোনাম হলেন সাড়ে পাঁচ ফুট উচ্চতার সুন্দরী এই নায়িকা।
বাংলাদেশ ক্রিকেট দলের প্রশংসা করে মৌসুমী হামিদ বললেন, এবারের বিশ্বকাপের শুরু থেকেই বাংলাদেশ ক্রিকেট দলের পারফরর্ম্যান্স এক কথায় অসাধারণ। বাংলার দামাল টাইগাররা যে মানের খেলা উপহার দিচ্ছে তাতে করে উল্লসিত না হয়ে উপায় নেই। বাংলাদেশ দলের জন্য অনেক অনেক শুভ কামনা। আমি চাই, সামনের খেলাগুলোতেও জয় ছিনিয়ে আনুক টাইগাররা।
মৌসুমী হামিদ আরও বলেন, ক্রিকেট থেকে বাংলাদেশের অর্জন অনেক। এক সাকিব আল হাসানই ছয় হাজার রানের মধ্য দিয়ে ক্রিকেট ইতিহাসে অনন্য নজির গড়েছে। এই অর্জন শুধু সাকিবের নয়, পুরো বাংলাদেশের। আমার দৃঢ় বিশ্বাস, বিশ্বকাপের ফাইনালে যাওয়া এখন আর দূরের কোনো স্বপ্ন নয় বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। আমি চাই বিশ্বকাপ ঘরে তুলুক বাংলাদেশ।
Discussion about this post