ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে শনিবারের খেলায় জিতেছে মোহামেডান, প্রাইম ব্যাংক এবং কলাবাগান ক্রিকেট একাডেমি।
জয়ে ফিরল মোহামেডান
প্রথম ম্যাচে চির প্রতিদ্ধন্দী আবাহনী লিমিটেডের কাছে হেরেছিল তারা। সেই ধাক্কা সামলে উঠতে সময় নেয়নি মোহামেডান। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ডাকওয়াথ লুইস ম্যাথডে ৫৩ রানে হারিয়ে জয়ের ধারায় ফিরল মতিঝিলের এই ক্লাবটি।
মিরপুরে প্রথমে ব্যাট করতে নেমে মোহামেডান ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলে ২৮২ রান। মোহাম্মদ মিঠুন ৭৫ বলে ৮৩, নাঈম ইসলাম ১১০ বল খেলেন করেন ৯২ রান। এরপর ভয় ধরিয়ে দিয়েছিলেন কাপুগেদেরা। এই শ্রীলঙ্কান করেন ১০৬ রান। ২২১ রানে ভিক্টোরিয়ার নবম উইকেট পড়ে গেলে আম্পায়াররা আলোর স্বল্পতার জন্য ম্যাচ বন্ধ করে দেন। এরপর ডার্কওয়ার্থ-লুইস মেথডে মোহামেডান ম্যাচ জিতে নেয় ৫৩ রানে।
সংক্ষিপ্ত স্কোর
মোহামেডান : ২৮২/৫, ৫০ ওভার (মিঠুন ৮৩, নাঈম ৯২, পেরেরা ৫০; রাব্বি ২/৫৫, সোহরাওয়ার্দী শুভ ২/৬২)।
ভিক্টোরিয়া : ২২১/৯, ৪৬.১ ওভার (মার্শাল আইয়ুব ৩৬, কাপুগেদেরা ১০৬; আলাউদ্দিন বাবু ৩/২৯, রাহাতুল ৩/৪৪)।
ফল : মোহামেডান ৫৩ রানে জয়ী (ডি/এল মেথডে)।
ব্রাদার্সকে হারাল প্রাইম ব্যাংক
ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে শনিবার ১৪ রানে জিতল প্রাইম ব্যাংক ক্রিকেট একাডেমি। সাভারের বিকেএসপিতে প্রাইম ব্যাংক প্রথমে ব্যাট করতে নেমে তুলে ২৩৭ রান। এরপর জবাব দিতে নেমে ব্রাদার্স অলআউট ২২৩ রানে।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম ব্যাংক : ২৩৭/৯, ৫০ ওভার (সাদমান ৪৭, সৈকত ২২, মুনাবিরা ৫৩, সোহান ৪০, ফরহাদ রেজা ৫১*; সিরিবর্ধানা ৩/৫১, সাদিকুর ২/৪৭, আরিফ হাসান ২/৩০)।
ব্রাদার্স ইউনিয়ন : ২২৩/১০, ৪৮.২ ওভার (নাজমুস ৯১, সিরিবর্ধানা ৩৯; ফোরকান ৩/২৬, এনামুল হক জুনিয়র ২/২৪, ফরহাদ রেজা ২/৪২, তাপস বৈশ্য ২/৬০)।
ফল : প্রাইম ব্যাংক ১৪ রানে জয়ী।
জিতল কলাবাগান
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের দিনের আরেক খেলায় ওল্ড ডিওএইচএসের বিপক্ষে ১১ রানে জিতেছে কলাবাগান ক্রিকেট একাডেমি। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে কলাবাগান ৪৯.৩ ওভারে অলআউট হয়ে তুলে ২৩১ রান। জবাববে ৪৯ ওভারে ২২০ রানে অলআউট ডিওএইচএস।
সংক্ষিপ্ত স্কোর
কলাবাগান ক্রিকেট একাডেমি : ২৩১/১০, ৪৯.৩ ওভার (মাহমুদুল ৫৪, মেন্ডিস ৬২, মোহাম্মদ শরীফ ৩৩*; নাহিদুজ্জামান ৩/৬১, আল-আমিন সিদ্দিকী ২/২১)।
ওল্ড ডিওএইচএস : ২২০/১০, ৪৯ ওভার (শাহনাজ ৭২, জয়াসুরিয়া ৭৪; মেন্ডিস ৪/৪৬, শরীফ ২/২৫)।
ফল : কলাবাগান ক্রিকেট একাডেমি ১১ রানে জয়ী।
Discussion about this post