ঠিক চ্যাম্পিয়নের মতোই লড়াইয়ে ফিরেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রথম ব্যাট হাতে সাবেক চ্যাম্পিয়নদে লড়াইয়ে পুঁজি এনে দেন আব্দুল মজিদ। তারপর বল হাতে চমক মোশাররফ হোসেন ও আসিফ হাসানের। আর এরই পথ ধরে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে রীতিমতো উড়িয়ে দিল লিজেন্ডসরা। এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) দ্বিতীয় রাউন্ডের ম্যাচে রোববার মোহামেডানকে ৬২ রানে হারিয়ে প্রথম জয় পেল রূপগঞ্জ।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২৩২ রান তুলে রূপগঞ্জ। জবাব দিতে নেমে ১৬৯ রানে অলআউট মোহামেডান। অনায়াস জয় নিয়ে মাঠ ছাড়ে নাঈম ইসলামের দল।
ম্যাচে রূপগঞ্জকে জেতার মতো পুঁজি এনে দেন আব্দুল মজিদ। শুরুতেই সালাউদ্দিন পাপ্পুর সঙ্গে ৪৮ রানের জুটি গড়েন তিনি। অবশ্য এরপরই পাপ্পু ও সামি আসলাম আউট হলে চাপে পড়ে তারা। অবশ্য মজিদ ছিলেন অবিচল। তৃতীয় উইকেটে এ ডানহাতি নাঈম ইসলামকে সঙ্গে নিয়ে ৮০ রানের জুটি গড়েন তিনি।
দেখে-শুনে খেলে মজিদ ১১৫ বলে ৩ চার ও ৩ ছয়ে ৭০ রান করে কাজী অনিকের বলে আউট হয়ে ফিরে যান সাজঘরে। ৫১ বলে ৩৬ রান করেন নাঈম। এরপর তুষার ইমরানের ৩৪ বলে ৪০ আর অভিষেক মিত্রের ৪৫ বলে অপরাজিত ৪৫ রানে দারুণ পুঁজি পায় সাবেক চ্যাম্পিয়নরা। ৪৪ রানে ৫ উইকেট নেন অনিক।
জবাব দিতে নেমে শুরুতেই মোশাররফ ও আসিফ হাসানের স্পিন ঘূর্ণিতে কুপোকাত মোহামেডান। ৫৮ রানে শেষ ৭ উইকেট হারায় তারা। ২৩ রানে ৪ উইকেট নিয়েছেন মোশাররফ। আসিফ ও শহীদ নিয়েছেন তিনটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ২৩১/৭ (মজিদ ৭০, পাপ্পু ২২, সামি ১, নাঈম ৩৬, তুষার ৪০, অভিষেক ৪৫*, নাজমুল ৬, শহীদ ১, মোশাররফ ১*; শুভাশিস ০/৫৪, এবাদত ০/৫৭, তাইজুল ০/৩৩, এনামুল ২/৩৮, অনিক ৫/৪৪)
মোহামেডান স্পোর্টিং ক্লাব: ৪৪.৩ ওভারে ১৬৯ (রনি ৩০, সালমান ২১, শামসুর ৩৪, ইরফান ১৯, রকিবুল ৩২, আমিনুল ২, এনামুল ১৮, তাইজুল ০, অনিক ৮, শুভাশিস ১*, এবাদত ০; শহীদ ৩/৩৩, রাসেল ০/৪১, আসিফ ৩/৩৭, নাঈম ০/৩৫, মোশাররফ ৪/২৩)
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৬২ রানে জয়ী
ম্যাচসেরা: আব্দুল মজিদ
Discussion about this post