ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বল হাতে সময়টা একবারেই ভালো যাচ্ছে না মোস্তাফিজুর রহমানের। তবে নিজেকে খুঁজে পাওয়ার অপেক্ষায় রয়েছেন। এমনও হতে পারে বৃহস্পতিবার ইন্দোর টেস্ট দিয়েই আবার স্বরূপে ফিরবেন এ বাঁহাতি। ব্যাপারটি অবশ্য এরইমধ্যে আন্দাজ করতে পারছেন বিরাট কোহলি। এজন্য এ অধিনায়ক দ্য ফিজকে মানছেন হুমকি হিসেবে।
সদ্যই শেষ হওয়া ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি অনেকটাই দিশেহারা ছিলেন মোস্তাফিজ। লেংথ-লাইনে তার ছিল না কোন নিয়ন্ত্রণ। ইনিংসের শুরুতে, মাঝে কিংবা শেষে কোথাও নিজেকে মেলে ধরতে পারেননি। বোলিংয়ে এসে রান বিলিয়েছেন অকাতরে।
মোস্তাফিজ টেস্টে ঠিক নিয়োমিত নন। তবে বৃহস্পতিবার ফিরতে পারেন এ সংস্করণে। তার আগে সতীর্থদের এ বাঁহাতি পেসারকে নিয়ে সতর্ক করে দিয়েছেন কোহলি, ‘সে খুব ভালো একজন বোলার। সে লাল বলেও বেশ কিছু ম্যাচ খেলেছে। আমরা সাধারণত যাদের খেলি সব বাঁহাতি পেসারই তাদের চেয়ে আলাদা ধরনের বোলার। ওর দিকে বাড়তি মনোযোগ দিতে হবে। কারণ, আমাদের দলে না থাকায় বাঁহাতি পেসার আমরা তেমন খেলি না। এটা চ্যালেঞ্জ হবে তবে আমরা এই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’
মোস্তাফিজকে নিয়ে কোহলি আরও বলেন, ‘এমন না আমরা বাঁহাতি পেসে গুটিয়ে যাই তবে আমাদের এদের খেলাটা কঠিন মনে হয়। কারণ, আমরা নিয়মিত বাঁহাতি পেস খেলি না। সে আমাদের জন্য হুমকি হবে। সে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হবে। সে অভিজ্ঞ বোলার। আইপিএলে খেলার জন্য ভারতীয় ব্যাটসম্যানদের সম্পর্কে জানে। তবে ওর বিপক্ষেও আমরা অনেক খেলেছি। আমার মনে হয়, মনোযোগ ও মনসংযোগ হবে গুরুত্বপূর্ণ ব্যাপার।’
Discussion about this post