ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সেঞ্চুরি দিয়েই ফর্মে ফিরলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ইমার্জিং এশিয়া কাপে শুক্রবার ব্যাটে-বলে দাপট দেখালেন তিনি। আর হংকংয়ের বিপক্ষে জয় পেল বাংলাদেশ দল। আগের ম্যাচেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বিব্রতকর হারে বিপাকে পড়েছিল টাইগাররা। তবে এবার বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দল ঠিকই চেনা পথে ফিরেছে। ‘বি’ গ্রুপের ম্যাচে করাচিতে হংকংকে ২৮ রানে হারাল তারা। ৮৬ বলে ৮ চার ও ৩ ছয়ে ১০০ করেন মোসাদ্দেক।
শুক্রবার করাচির সাউদার্ন ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৬ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে হংকং ৭ উইকেট হারিয়ে ৫০ ওভারে করেছে ২৫৮ রান।
প্রথমে ব্যাট করতে নেমে মিজানুর রহমানকে হারালেও দ্বিতীয় উইকেটে দলকে মজবুত ভিত এনে দেন জাকির হাসান (৪৯) ও নাজমুল হোসাইন শান্ত (৩৬)। এরপর চতুর্থ উইকেটে ইয়াসির আলিকে (৪৫) নিয়ে ৮৯ রানের জুটি গড়েন মোসাদ্দেক। আফিফ হাসানের সঙ্গে তার পঞ্চম উইকেটে ৫৫ রানের জুটিতে দল এগিয়ে যায়। ৮৬ বলে সেঞ্চুরি করেন মোসাদ্দেক। অবশ্য ঠিক একশ করেই ফিরেন যান তিনি। অধিনায়ক নুরুল হাসান সোহান করেন ১৭ রান। হংকংয়ের অধিনায়ক আইজাজ খান নেন ৩টি উইকেট।
বড় টার্গেটের সামনে জবাবে নেমে নিজাকাত খান ও বাবর হায়াত বেশ লড়েছিলেন। ৯২ রান করেন নিজাকাত। বাবরের ব্যাটে ৯১। তবে অন্যরা ব্যর্থ। বাংলাদেশের হয়ে মোসাদ্দেক ও খালেদ আহমেদ দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম ও নাঈম হাসান।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোববার বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৫০ ওভারে ২৮৬/৮ (মিজানুর ৮, জাকির ৪৯, শান্ত ৩৬, মোসাদ্দেক ১০০, ইয়াসির ৪৫, আফিফ ২০, সোহান ১৭, শরিফুল ৫, নাঈম ০*, তানভীর ২*; আফজাল ০/৩৩, নওয়াজ ২/৪৮, এহসান ১/৫৯, তানভির ১/২০, গাজানফার ১/৬৪, এজাজ ৩/৬২)
হংকং: ৫০ ওভারে ২৫৮/৭ (নিজাকাত ৯২, এজাজ ১৫, কাপুর ১৫, বাবর ৯১, ওয়াকাস ২, ওয়াসিফ ৩, আফজাল ৭, এহসান ১৪*, নওয়াজ ১*; তানভীর ১/৩৮, খালেদ ২/৬৯, শরিফুল ১/৫১, নাঈম ১/৪০, মোসাদ্দেক ২/২৩)
ফল: বাংলাদেশ ২৮ রানে জয়ী
Discussion about this post