ব্যস্ত ক্রিকেট সূচি অপেক্ষায় বাংলাদেশ নারী ক্রিকেট দলের। নতুন বছরেই মুখোমুখি হতে হচ্ছে দক্ষিণ আফ্রিকার। তারপরই বিশ্বকাপে জায়গা করে নেয়ার মিশন। নারী বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্বে বাংলাদেশ ‘বি’ গ্রুপে পেল শক্তিশালী দক্ষিণ আফ্রিকা, পাকিস্তানকে। সঙ্গে থাকছে স্কটল্যান্ড এবং পাপুয়া নিউগিনি।
২০১৭ সালের ৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় বসবে মেয়েদের বিশ্বকাপের এই বাছাইপর্বের আসর। কলম্বোতে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত মূল পর্বে উঠার লড়াই।
আসছে বছরের ৭ থেকে ২১ ফেব্রুয়ারি চার ভেন্যুতে ২০১৭ বিশ্বকাপের বাছাই পর্ব। ‘এ’ গ্রুপে আছে ভারত। তাদের সঙ্গী শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও থাইল্যান্ড।
এরপর ২৬ জুন থেকে ২৩ জুলাই ইংল্যান্ডে বিশ্বকাপের আসল লড়াই। যেখানে অংশ নেবে ৮টি দেশ।
এর আগে বাংলাদের নারী ক্রিকেটারদের ম্যাচ দক্ষিণ আফ্রিকার সঙ্গে। সেই সিরিজকে সামনে রেখে মিরপুরে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ নারী দল। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৪ জানুয়ারি ঢাকায় আসবে দক্ষিণ আফ্রিকা নারী দল। ৬ জানুয়ারি বাংলাদেশের সঙ্গে প্রথম ওয়ানডে। ভেন্যু- কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
বলা দরকার, আইসিসি চ্যাম্পিয়নশিপে শীর্ষ চারে থাকা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সরাসরি মুল পর্বে খেলবে।
কলম্বোতে চার ভেন্যুতে বাছাইয়ে গ্রুপ পর্বে প্রতি দল মোট ৪টি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের সেরা ৩টি করে দলকে নিয়ে সুপার-সিক্স পর্ব। যেখানে প্রতিটি দল অন্য গ্রুপের তিন দলের মুখোমুখি হবে। সেরা দুই দল খেলবে ফাইনালে। শীর্ষ ৪ দল পেয়ে যাবে বিশ্বকাপের মূলপর্বে।
Discussion about this post