শুক্রবার ছুটির দিনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অনায়াসে জিতেছে ইংল্যান্ড। একপেশে লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে গেছে ইংল্যান্ড। শিরোপার জন্য তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। যারা প্রথম সেমিতে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। রোববার শিরোপা লড়াইয়ে নামবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড।
টস হেরে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার মেয়েরা ১৯.৫ ওভারে ১০১ রান করে। জবাবে ইংল্যান্ড অনায়াস জয় তুলে নেয় ১৬.৫ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে।
এর আগে একবার শিরোপা জিতেছে ইংল্যান্ড। বাকি দু’বার অস্ট্রেলিয়া। তৃতীয়বারের মতো মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে তারা।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা : ১০১/১০, ১৯.৫ ওভার (ট্রাইয়ন ৪০, প্রিজ ২৩; শ্রুবসোল ২/১২, গ্রান্ডি ২/২২)।
ইংল্যান্ড : ১০২/১, ১৬.৫ ওভার (টেলর ৪৪*, এডওয়ার্ডস ৩৬, নাইট ২১*; লুস ১/১৫)।
ফল : ইংল্যান্ড ৯ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : আনিয়া শ্রুবসোল।
Discussion about this post