আষাঢ় শুরু থেকেই শুরু হয়েছে অবিরাম বর্ষণ! বৃষ্টি যেন থামছেই না। ঠিক এমন বর্ষায় আর যাই হোক ক্রিকেট চালিয়ে নেওয়া কঠিন। শনিবার বৃষ্টির কারণে খেলা হলো না। এতে যদিও ক্ষতি হলো না সালমা খাতুন-রুমানা আহমেদদেরা। ম্যাচ না হওয়ার দিনে মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে তাদের দল মোহামেডান স্পোর্টিং ক্লাব।
শনিবার শেষ রাউন্ডে বিকেএসপিতে মোহামেডানের খেলার কথা ছিল ইন্দিরা রোড ক্রীড়া চক্রের। কিন্তু বৃষ্টির বাধায় পরিত্যক্ত হয়। আবার রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ ও খেলাঘর সমাজ কল্যাণ সংঘের ম্যাচও পরিত্যক্ত হয়েছে। ম্যাচ দুটি মাঠে না গড়ানোয় টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী পয়েন্ট ভাগাভাগি হয়।
লিগ শেষে ১১ ম্যাচে ৮টি করে জয়ে মোহামেডান ও রূপালী ব্যাংকের পয়েন্ট সমান ১৯। তাদের মুখোমুখি লড়াইসহ দুই দলের তিনটি করে ম্যাচ পরিত্যক্ত। এ অবস্থায় নেট রান রেটে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হল মোহামেডান।
মোহামেডানের শিরোপা জয়ে ভূমিকা রাখেন ব্যাটার শামিমা সুলতানা। ৮ ইনিংসে ২ ফিফটিতে করেছেন ২৯৭ রান। ৬ ইনিংসে ২৯৪ রান তুলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক রুমানা। ৯ ইনিংসে একটি সেঞ্চুরি ও ৫টি ফিফটিতে ৪৯০ রান করে শীর্ষে রূপালী ব্যাংকের ফারজানা হক পিংকি।
১০ ইনিংসে ২২ উইকেট নিয়ে উইকেটশিকারির তালিকায় শীর্ষে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) পেসার মারুফা আক্তার।
Discussion about this post