ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশ থেকে যে দু’জন ক্রিকেটার মেয়েদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ পাচ্ছে সেটা নিশ্চিত ছিল আগেই। রোববার দল নিশ্চিত হলো বাংলাদেশ নারী দলের দুই তারকা সালমা খাতুন ও জাহানারা আলমের। টুর্নামেন্টের সূচি প্রকাশ ও তিন দল ক্রিকেটার চূড়ান্ত করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
আগামী ৪ থেকে ৯ নভেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ভারতের ফ্রাঞ্চাইজি এই টি-টুয়েন্টি লিগ। করোনার কারণে নিজ দেশে টুর্নামেন্টটি করতে পারছে না বিসিসিআই। এবারও এই চ্যালেঞ্জে জাহানারা আলম খেলবেন ভেলোসিটিতে। আগেরবারও এই দলের হয়ে বল হাতে সাফল্য পেয়েছিলেন। সেই সাফল্যের রেশ নিয়েই নামবেন তিনি।
জাহানারার নেতৃত্বে থাকবেন ভারতের বর্তমান ওয়ানডে অধিনায়ক মিতালি রাজ।
প্রথমবার আইপিএল ওমেনস টি-টেুয়েন্টি চ্যালেঞ্জে খেলার সুযোগ পাচ্ছেন অভিজ্ঞ ক্রিকেটার সালমা। বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়ক খেলবেন ট্রায়ালব্লেজার্সে। যেখানে তার অধিনায়ক ভারতীয় ওপেনার স্মৃতি মান্দানা ।
টুর্নামেন্টের আরেক দল সুপারনোভাস। যেখানে নেতৃত্বে ভারতের টি-টুয়েন্টি অধিনায়ক হারমানপ্রীত কৌর।
আইপিএল খেলার আগে ১৪ ও ১৯ অক্টোবর দুই দফা কোভিড-১৯ টেস্ট হবে সালমা ও জাহানারার। আগামী ২১ অক্টোবর টুর্নামেন্ট খেলতে আমিরাতে যাবেন তারা।
৪ নভেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জাহানারার ভেলোসিটি খেলবে চ্যাম্পিয়ন সুপারনোভাসের বিপক্ষে। একদিন পর মুখোমুখি হবে সালমা ও জাহানারার দল।
মেয়েদের আইপিএলের তিন দল :
সুপারনোভাস : হরমনপ্রীত কৌর (অধিনায়ক), জেমাইমা রদ্রিগেজ (সহ-অধিনায়ক), চামারি আতাপত্তু, প্রিয়া পুনিয়া, রাধা যাদব, অনুজা পাতিল, তানিয়া ভাটিয়া, শশীকলা সিরিওয়ার্ধনে, পুনম যাদব, সাকিরা সেলমান, অরুন্ধতি রেড্ডি,পূজা ভস্ট্রাকার,আয়ুশি সোনি, আয়াবঙ্গা খাকা ও মুসকান মালিক।
ট্রায়ালব্লেজার্স : স্মৃতি মন্ধানা (অধিনায়ক), দীপ্তি শর্মা (সহ-অধিনায়ক), পুনম রাউত, রিচা ঘোষ, নুজহাত পারভিন, ডি হেমলতা, রাজেশ্বরী গায়রকোয়াড, হারলিন দেওল, ঝুলন গোস্বামী, সালমা খাতুন, সিমরান দিল বাহাদুর, সফি একেলস্টোন, নাথাকাম চানথাম, ডিয়েন্ড্রা ডটিন ও কাসভি গৌতম।
ভেলোসিটি : মিতালি রাজ (অধিনায়িক), বেদা কৃষ্ণমূর্তি (সহ-অধিনায়িক), শেফালি ভার্মা, সুষমা ভার্মা, একতা বিস্ত, মানসী জোশী, শিখা পান্ডে, দেবিকা বৈদ্য, সুশ্রী দিব্যাদর্শী, মানালি দক্ষিণী, লেই কাসপেরেক, ড্যানিয়েলা ওয়াট, সুনে লুস, জাহানারা আলম ও এম আনাঘা।
টুর্নামেন্টের সূচি-
৪ নভেম্বর: সুপারনোভাস ও ভেলোসিটি
৫ নভেম্বর: ভেলোসিটি ও ট্রেইলব্লেজার্স
৭ নভেম্বর: ট্রেইলব্লেজার্স ও সুপারনোভাস
৯ নভেম্বর: ফাইনাল
Discussion about this post