ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
উৎসব মুখর পরিবেশে শনিবার অনুষ্ঠিত হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্বাচন। রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত নির্বাচনে ২০ জন প্রার্থীর মধ্যে পরিচালক পদে নির্বাচন করে হেরে গেলেন আব্দুস সালাম মুর্শেদী। ভোটের হিসেবে ১৮তম হয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি।
সালাম মুর্শেদী ১২১টি ভোট পেয়েছেন। অবশ্য তিনি নিজে প্রার্থী হলেও নির্বাচনে ভোট দেননি। এরমধ্যে সবচেয়ে বেশি ২২৬ ভোট পেয়ে মোহামেডানের পরিচালক হয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মহিউদ্দিন।
৫৪টি ভোট পেয়েছেন কামরুন নাহার ডানা। তিনিও আব্দুস সালাম মুর্শেদীর পাশ করতে পারেন নি। নির্বাচনে ভোটার সংখ্যা ছিল মোট ৩৩৭ জন। এর মধ্যে ভোট পড়েছে ২৩৯টি। ৭টি ভোট বাতিল করা হয়।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায়ই সভাপতি নির্বাচিত হয়েছেন জেনারেল (অব.) মো. আব্দুল মুবীন।
২৩২ ভোটারের পছন্দে ১৬ জন সভাপতি জয়লাভ করেছেন। পাশ করেছেন- মাসুদুজ্জামান (২১৯), মো. হানিফ ভুঁইয়া (১৪৪), আবু হাসান চৌধুরী প্রিন্স (২০৮), খোজেস্তা-নুর-ই-নাহরিন (২১০), জামাল রানা (১৪৪), কাজী ফিরোজ রশীদ এমপি (২১৮), মাহবুব-উল আনাম (২২৩), প্রকৌশলী গোলাম মো. আলমগীর (২২৩), মইন উদ্দিন হাসান রসিদ (২১৮), মোস্তফা কামাল (২২০), শফিউল ইসলাম মহিউদ্দিন এমপি (২২৬), সিদ্দিকুর রহমান (২২১), দাতো মো. ইকরামুল হক (২১৫), মো. মঞ্জুর আলম (২১৮), এ. জি. এম সাব্বির (২১৮) ও প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া (১৭৬)।
মোহামেডানের পরিচালক পদের লড়াইয়ে হেরেছেন-আব্দুস সালাম মুর্শেদী এমপি, কামরুন নাহার ডানা, মো. মোস্তাকুর রহমান ও সাজেদ এ আদেল।
Discussion about this post